দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জুন : হিন্দু ধর্মের পবিত্রতম ১২ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে পায়ে হেঁটে ভারত ভ্রমণে বের হওয়া ‘শিবভক্ত’ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁর স্বদেশ বিশ্বাস(২৫) বৃহস্পতিবার পৌঁছলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাটোয়া শহর পেড়িয়ে বর্ধমান-কাটোয়া রাজ্যসড়ক হয়ে হেঁটে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে রওনা হন তিনি । বৈদ্যনাথ ধামে প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন করে তিনি রওনা দেবেন কাশী বিশ্বনাথ দর্শনের উদ্দেশ্যে । যাত্রাপথে তিনি ‘গাছ বাঁচান, জল বাঁচান, প্রাণ বাঁচান’ এই বার্তাও পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে ।
জানা গেছে,উত্তর ২৪ পরগনার বনগাঁ গোপালপুর এলাকার বাসিন্দা মাধ্যমিক উত্তীর্ণ স্বদেশ বিশ্বাস অবিবাহিত । বাড়িতে রয়েছেন বাবা,মা, দাদা,বৌদি ও ভাইপো । বাবা সন্তোষ বিশ্বাস সবজি বিক্রেতা । দাদা সঞ্জীবন পেশায় রংমিস্ত্রি । স্বদেশ নিজেও চেন্নাইয়ে একটি হোটেলে কাজ করতেন । হোটেলে কাজ করার সময় ভগবান ভোলেনাথের ভক্ত স্বদেশ ৩৩০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা করেছিলেন । তিনি জানান,তখনই তার মনে ১২ জ্যোতির্লিঙ্গ দর্শনের ইচ্ছা জাগে । শেষে তিনি কাজ ছেড়ে দিয়ে বেড়িয়ে পড়েন পায়ে হেঁটে তীর্থ ভ্রমণে । তার মোট যাত্রাপথ ১৭ হাজার কিলোমিটার ।
বনগাঁ থেকে গত শুক্রবার ভ্রমন শুরু করেছেন স্বদেশ বিশ্বাস । তারপর নদীয়া জেলা হয়ে বুধবার রাতেনপূর্ব বর্ধমানের পা রাখেন । স্বদেশ জানান, প্রতিদিন ভোরে যাত্রা শুরু করছেন তিনি । দুপুর সাড়ে বারোটা থেকে বিশ্রাম নিয়ে আবার বিকেল চারটে থেকে হাঁটা শুরু করে । রাত প্রায় সাড়ে আটটা পর্যন্ত হাঁটছেন । রাতে কোথাও বিশ্রাম নিয়ে ফের পরের দিন ভোরে শুরু হচ্ছে তার যাত্রা । তীব্র দাবদহের মধ্যে বনগাঁর ওই যুবকের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ ।।