এইদিন স্পোর্টস নিউজ,০৯ নভেম্বর : হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাতপাতের বিভাজন দূর করে একজোট করতে “সনাতন হিন্দু একতা পদযাত্রা” শুরু করেছেন বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী । শনিবার (৮ নভেম্বর, ২০২৫) যাত্রাটি হরিয়ানার ফরিদাবাদে পৌঁছায়। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর এই অনুষ্ঠানে বাবা বাগেশ্বরকে স্বাগত জানান। বিপুল সংখ্যক বাগেশ্বর ধাম ভক্ত, সাধু এবং সমর্থক এই যাত্রায় অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হলেন মহাবলি খলি ও ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান । তিনি শনিবার এই যাত্রায় অংশগ্রহণ করেন । বাবা বাগেশ্বরের আশীর্বাদ গ্রহণ করেন এবং কিছু দূরত্ব পায়ে হেঁটে যাত্রায় অংশগ্রহণ করেন । শিখর ধাওয়ান পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জাতপাতের বিভেদ ভুলে হিন্দুদের একজোট হওয়ায় বার্তা দিয়ে বলেন : “একতাই শক্তি”।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিখর ধাওয়ান বলেন, এখানে আসতে পেরে আমি আনন্দিত। তিনি আরও বলেন যে, আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর লক্ষ্য হল জাতি-ধর্মের ঊর্ধ্বে হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং হিন্দুত্বকে শক্তিশালী করা। তিনি বলেন, ঐক্যই শক্তি । হিন্দুদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে শক্তিশালী করা উচিত। উল্লেখ্য,গত ৭ নভেম্বর দিল্লি থেকে “সনাতন হিন্দু একতা পদযাত্রা” শুরু । পদযাত্রাটি আগামী ১৬ নভেম্বর বৃন্দাবনে শেষ হবে ।।

