এইদিন স্পোর্টস নিউজ,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের ক্লাবের উদ্বোগে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হল হুগলি জেলার শিয়াখালা অগ্রগামী সংঘ । তারা হাড়পুর ধনেখালি ফুটবল অ্যাকাডেমিকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে । ভাতার একাদশ অ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে ২০২৩ সালের ২ ডিসেম্বর থেকে ভাতার হাইস্কুল মাঠে আয়োজিত হয় রেণুকাবালা হাজরা স্মৃতি বিজয়ী ও উমাশঙ্কর যশ স্মৃতি বিজিত নকআউট ফুটবল টুর্নামেন্টটি ৷ রাজ্যের বিভিন্ন জেলার ৮ টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে । প্রায় এক মাস ধরে চলা এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছায় হুগলি জেলার শিয়াখালা অগ্রগামী সংঘ ও হাড়পুর ধনেখালি ফুটবল অ্যাকাডেমি । আজ সোমবার ফাইনাল খেলাটি হয় । খেলার প্রথম দুই অর্ধে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে । শেষ পর্যন্ত ৪-৩ গোলে বিজয়ী হয় শিয়াখালা অগ্রগামী সংঘ ।
এদিনের ফাইনাল ম্যাচের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী,জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধক্ষ্য শান্তনু কোঁয়ার, পঞ্চায়েত সমিতির ক্রীড়া কর্মাধক্ষ্য সুমন্ত বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক ভাই গৌতম চট্টোপাধ্যায় ও মধুসূদন চট্টোপাধ্যায় প্রমুখ । তারা বিজয়ী ও বিজিত দলের ট্রফি সহ ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ সহ বিভিন্ন পুরষ্কার তুলে দেন । পাশাপাশি এদিন আয়োজক ক্লাবের পক্ষ থেকে ভাতার এলাকার ৬ প্রাক্তন ফুটবলারকে সংবর্ধনা জানানো হয় ।।