এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ আগস্ট : দেহরাদূনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ)-এ প্রশিক্ষণ নেওয়া ‘শেরু’ ওরফে শের মহম্মদ আব্বাস স্তানিকজাই(Sher Mohammad Abbas Stanikzai) আজ তালিবানের শীর্ষ নেতাদের অন্যতম । আফগানিস্তান দখল হয়ে গেছে । এখন সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছে তালিবানরা ৷ কারা শীর্ষে থেকে সরকারে নেতৃত্ব দেবে এখন সেই নিয়ে চর্চা চলছে ওই জঙ্গি সংগঠনের মধ্যে । আর সেই সুত্রেই প্রকাশ্যে এসেছে কয়েকজন শীর্ষস্থানীয় তালিবান নেতার নাম । তার মধ্যে অন্যতম শের মহম্মদ আব্বাস স্তানিকজাই । আর এই নাম প্রকাশ্যে আসতেই চমকে উঠেছেন দেহরাদূনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ)-তে ১৯৮২ সালে প্রশিক্ষণ নেওয়া প্রাক্তন ভারতীয় সেনাকর্মীরা । মৃদুভাষী এক যুবক কী ভাবে এক জন জঙ্গি হয়ে উঠলেন তা ভেবেই হতবাক সকলে ।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকেই বিভিন্ন দেশের ক্যাডেটরা আইএমএ-তে ভর্তি হতে পারতেন । ১৯৭১ সালে আফগানদের সেনাদের প্রশিক্ষণের জন্যও দরজা খুলে দিয়েছিল ভারত । সেই সুত্রে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ট্রেনিং নেওয়ার সুযোগ পেয়েছিলে শের মহম্মদ আব্বাস স্তানিকজাই । প্রায় ৪০ বছর আগে ১৯৮২ সালে ২০ বছর বয়সে আফগানিস্তান থেকে ট্রেনিং নিতে এসেছিলেন ওই তালিবান নেতা । দেড় বছর সেখানে প্রশিক্ষণ নেওয়ার পর ফের আফগানিস্তানে ফিরে যান । পরে আফগান ন্যাশনাল আর্মি-তে লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন।
আইএমএ-তে ট্রেনিংয়ের সময় ব্যাচমেটদের কাছে তাঁর ডাকনাম ছিল ‘শেরু’। মৃদুভাষী ‘শেরু’র মধ্যে তখন ধর্মান্ধতার কোনও লক্ষণই ছিল না বলে জানিয়েছেন শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাইয়ের ব্যাচমেট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডি এ চতুর্বেদী । তিনি জানান,আর পাঁচটা সাধারণ ছেলের মতোই তিনি স্বাভাবিক ছিলেন । বন্ধুবৎসল বলেও তাঁর পরিচিতি ছিল । হৃষিকেষের গঙ্গায় ‘শেরু’র সাঁতারের একটি ছবিও আছে বলে জানিয়েছে সেই সময় তাঁর আরও এক সহপাঠী অবসরপ্রাপ্ত কর্নেল কেশর সিংহ শেখাওয়াত । এহেন ‘শেরু’র নাম তালিবানের মত একটি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের তালিকায় উঠে আসায় তাঁরা বিস্ময় প্রকাশ করেছেন ।।