এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ ফেব্রুয়ারী : অলখ্যে থেকে কলকাতা হাইকোর্টে একের পর এক আগাম জামিনের আবেদন করে যাচ্ছেন উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের ‘কুখ্যাত’ নেতা শেখ শাহজাহান । জামিনের আবেদন খারিজও হচ্ছে বারবার । আজ শনিবার শাহজাহানের জামিনের আবেদন ফের খারিজ কলকাতা হাইকোর্ট । দীর্ঘ ৫০ ধরে বেপাত্তা শাহজাহানকে রাজ্য পুলিশ গ্রেফতার না করতে না পারায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন,‘সম্রাজ্ঞীর প্রিয়পাত্র শাহজাহান কবে গ্রেফতার হবে?’
আজ আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) আশঙ্কা প্রকাশ করেছে যে আগাম জামিনের আবেদন মঞ্জুর হলে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ লন্ডনে পালিয়ে যেতে পারেন । গত ৫ ফেব্রুয়ারী ইডির আধিকারিকদের উপর যে কায়দায় শাহজাহানের বাহিনী হামলা চালিয়েছিল, সেই দৃষ্টান্ত তুলে ধরে ইডির আইনজীবী জানান যে মাত্র ১৫ মিনিটে তিন হাজার লোক জড়ো করে ফেলতে পারেন সন্দেশখালির ‘অত্যন্ত প্রভাবশালী’ ওই তৃণমূল নেতা । শুধু ‘অত্যন্ত প্রভাবশালী’ই নন, শাহজাহানকে ‘ব্লু আইড বয়’, ‘টক অব দ্য টাউন’ বলে উল্লেখ করেন ইডির আইনজীবী।
ইডি আরও জানায়,শাহজাহানের বিরুদ্ধে খুনের মত গুরুতর অভিযোগ রয়েছে । তবুও সেই মামলার পরেও গ্রেপ্তার হয়নি শাহজাহান। সরকারি দপ্তরে হামলাতে তিনি অভিযুক্ত। পুলিশের তরফে তাকে ‘ফেরার’ বলে জানানো হয়েছে । এত গুরুতর অপরাধের আসামী হওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার না করায় ফের প্রশ্ন তুলছে ইডি ।
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি অভিযোগ তোলেন পুলিশি শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে । একই অভিযোগ তোলেন রাজ্য বিজেপির সম্পাদিকা লকেট চ্যাটার্জি । বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শাহজাহানকে গ্রেফতার না করার বিষয়ে । রাজ্য পুলিশ মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন । ফের আজ শুভেন্দু অধিকারী বলেছেন,’মমতা পুলিশের বাস্তবতা উন্মোচিত করছেন সন্দেশখালির মায়েরা।আয়নায় মুখ দেখেন তো ডিজি সাহেব ? নূন্যতম লজ্জা বোধ রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কর্তাদের?জবাব দিতে পারলেন না কেন? কবে আপনাদের সম্রাজ্ঞীর প্রিয়পাত্র শাহজাহান গ্রেফতার হবে?’