এইদিন,ওয়েবডেক্স,২৩ ফেব্রুয়ারী : শেখ সাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের নির্দেশ দিলেই পুলিশ তাকে বাইরে বের করবে বলে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । প্রায় একই অভিযোগ করলেন বিজেপির সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি । আজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করেন, ‘শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে । আমাদের কাছে যা খবর আছে শাহজাহানকে একবার বাংলাদেশেও পাঠানো হয়েছিল । মাঝে মাঝে বাংলাদেশ থেকে এপাড়াও আসছে সে এবং পুলিশের কথা মতোই সে আসছে । এখন দ্বন্দ্ব চলছে কবে শাহজাহানকে গ্রেফতার করা হবে সেই ডেট এখনো ঠিক হয়নি, বাজিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রী যেদিন তারিখ বলবেন সেই দিন শাজাহানকে গ্রেফতার করা হবে । তবে আমি পরিষ্কার বলছি যে শেখ শাহজাহানকে পুলিশ লুকিয়ে রেখেছে ।’
অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘কেন শাহজাহান কে বাইরে বার করছে না? আমরা সব জানি । শাজাহানকে লুকিয়ে রেখে দেওয়া হয়েছে । মমতা ব্যানার্জি জানে শাহজাহান কোথায় আছে ।‘
আজ কলকাতা থেকে লকেট চ্যাটার্জি ও অগ্নিমিত্রা পলির নেতৃত্বে বিজিবি মহিলা মোর্চার সদস্যরা সন্দেশখালি উদ্দেশ্যে রওনা হলে তাদের প্রায় ৫০ কিলোমিটার দূরে ভোজেরহাটে আটকে যায় পুলিশ । পুলিশের তরফ থেকে ১৪৪ ধারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকে কারণ হিসাবে দেখানো হয় । এ নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে স্থানীয় পুলিশ । ফলে পুলিশের বাধার কারণে সন্দেশখালী যেতে পারেননি লকেট চ্যাটার্জিরা ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট চ্যাটার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কার্যত তুলোধোনা করেন । তিনি বলেন, ‘এতদিন ধরে সন্দেশখালি জ্বলছে,সারা দেশের মানুষ দেখছে,পুলিশ খুঁজে খুঁজে বিজেপির কর্মীদের বের করতে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সন্দেশখালীর মহিলাদের নিয়ে কেন একটাও বিবৃতি দিচ্ছেন না? কেন তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না? রাজীব কুমারকে পাঠালেন অথচ নিজে কেন এলেন না? তিনি আরও বলেন,’যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সন্দেশখালি বাংলার লজ্জা । আজ সংবাদমাধ্যমের জন্য সন্দেশখালির ঘটনা প্রকাশ্যে আসছে, এরকম অনেক সন্দেশখালি গোটা বাংলা জুড়ে আছে। এরকম অনেক সন্দেশখালীর মায়েরা আজ কাঁদছে । আরো সন্দেশখালি থেকে নারী শক্তি আওয়াজ তুলবে । মমতা ব্যানার্জির বাংলার কলঙ্ক, বাংলার লজ্জা ইতিহাসের পাতায় লেখা থাকবে মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও ৫০০-১০০০ টাকা রেট ঠিক করে দেয় হিন্দু নারীদের শেখ শাহজাহানদের ঘরে ঢুকিয়ে দিয়ে আসার জন্য । মা মাটি মানুষের মা মমতা বাংলার মহিলাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে । মমতা হচ্ছেন আমাদের নারী জাতির কলঙ্ক । ভবিষ্যতে মনে হয় অভিধান থেকে মমতা শব্দটাকে পাল্টাতে হবে ।’
পাশাপাশি রাজ্য পুলিশকে নিশানা করে লকেট চ্যাটার্জি বলেছেন,’পুলিশকে আমি বলেছি আপনার বাড়িতে কি মা বোন নেই? যেদিন আপনাদের বাড়ির মেয়েরা সন্দেশখালীর মত হয়ে যাবে সেই দিন উর্দি ছেড়ে লুঙ্গি পরে রাস্তায় নামতে হবে আপনাদের ।’
এদিকে আজ শুক্রবারও নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালি এলাকা । অগ্নি সংযোগের ঘটনা ঘটে । কিন্তু সেই সন্দেশখালির বেড়মজুর এলাকায় অগ্নিসংযোগ শাহজাহানের ভাইয়ের নেতৃত্বে তার দুষ্কৃতী বাহিনী করেছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা । এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বসিরহাটের বিশাল পুলিশ বাহিনী । পরে সেখানে যান ডিজি রাজীব কুমার,এডিজি,দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং পুলিশ সুপার । রাজীব কুমার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । রাজীব কুমার দোষীদের গ্রেফতারির আশ্বাস দেয়ার পাশাপাশি গ্রামবাসীদের আইন হাতে না আনার জন্য আহ্বান জানান । যদিও রাজীব কুমারের দ্বিতীয়বার সন্দেশখালি যাওয়াকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন বিজেপির সংসদ লকেট চ্যাটার্জি । জানা গেছে,বেড়মজুর এলাকায় অশান্তির কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে । এনিয়ে বিগত ২৪ ঘন্টায় সন্দেশখালীর মোট দশ জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হলো ।।