এইদিন ওয়েবডেস্ক,মন্দসৌর,২৮ মে : মধ্যপ্রদেশের মন্দসৌরের বাসিন্দা শেখ জাফর নামে এক ব্যক্তি স্বেচ্ছায় ধর্মান্তরিত হলেন । স্থানীয় পশুপতিনাথ মন্দিরে এই কারনে শুক্রবার বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল । মহামণ্ডলেশ্বর চিদম্বরানন্দ সরস্বতীর দ্বারা ওই যজ্ঞানুষ্ঠান পরিচালিত হয় । চিদম্বরানন্দ সরস্বতী এই অনুষ্ঠানের জন্য বিশেষ করে মুম্বাই থেকে মন্দসৌরে এসেছিলেন । তিনিই কুষ্ঠি বিচার করে শেখ জাফরের নাম চৈতন্য সিং রাজপুত রাখেন । জাফর বলেন,’আজ থেকে আমার নাম হল চৈতন্য সিং রাজপুত হল । আমার কুন্ডলী দেখে নামটি ঠিক করা হয়েছে ৷ আমি খুব খুশি ৷’
অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ জাফর বা চৈতন্য সিং রাজপুত বলেন, ‘চিদাম্বরানন্দজী এবং তার সঙ্গে পন্ডিতজীর উপস্থিতিতে শাস্ত্র সম্মতভাবে আমি সনাতনে প্রবেশ করলাম । আজ আমি খুব খুশি । ভালো লাগছে । আমি শৈশব থেকেই হিন্দু ধর্মের অনুসারী ছিলাম ৷ বাড়িতে মন্দিরও রয়েছে । রোজ পূজার্চনাও করি । নিয়মিত মন্দিরেও যেতাম। পুরোপুরি সনাতনই পালন করতাম । এবার বিধিসম্মত ভাবে পুরোপুরি সনাতনে এলাম ।’তাঁর কথায়, ‘আমার মতে এই ব্রম্ভান্ডে মানুষ হিসাবে জন্মগ্রহনকারী সকলেই সনাতনই ছিলেন । তাদের জোর জবরদস্তি বা অন্য কোনোভাবে ধর্ম পরিবর্তন করা হয়েছে ৷’
কিন্তু যদি মুসলিম সমাজে তাঁর ধর্মান্তরনের বিরোধিতা হয় তাহলে কি করবেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সমাজের যা ইচ্ছা করুক । কিন্তু বিরোধিতা করার কোনো কারন নেই । স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি । কোন ধর্ম পালন করব তা আমার ব্যক্তিগত বিষয় । আমি তো কাউকে ধর্মের বিষয়ে কোনো দিন কিছু বলিনি । আমাকে যদি কেউ কিছু বলে তবে তা অনুচিত হবে ৷ অস্ত্রের ভয় দেখিয়ে আমায় ধর্ম পরিবর্তন করানো হয়নি,বরঞ্চ আমার ইচ্ছাতেই হয়েছে ।’
উল্লেখ্য,শেখ জাফর উজ্জানের বিক্রম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি মন্দসৌরের একজন সমাজকর্মী এবং মান্দসৌর জনসুনওয়াই নিউজ পেপারে কাজ করেন । তাঁর ধর্মান্তরিত হওয়ার অনুষ্ঠানে যোগদানকারী মন্দসৌরের বিজেপি বিধায়ক যশপাল সিং সিসোদিয়া বলেন,’শেখ জাফর আমার কাছে হিন্দু হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি ভগবান পশুপতি নাথ মন্দিরে তার ইচ্ছা পূরণ করেছি। এখন চৈতন্য সিং রাজপুতকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ।’।