এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ অক্টোবর : শনিবার গভীর রাতে শেখ ইব্রাহিম (২৯) ওরফে পটলে নামে এক যুবকে বিকৃত মানসিকতায় তোলপাড় হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওড়গ্রামের মল্লিকপাড়া । একের পর এক বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে সে অশালীন আচরণ করে বলে অভিযোগ । অবশেষে ওই পাড়ার এক ১৯ বছরের তরুনীর শ্লীলতাহানির অভিযোগ দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে । আজ রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,ওড়গ্রামের মল্লিকপাড়ার বাসিন্দা শেখ ইব্রাহিম বিবাহিত । কিন্তু কয়েক বছর আগেই স্ত্রী তাকে ছেড়ে বাপেরবাড়িতে পালিয়েছেন । ইব্রাহিমের বাবা-মা মারা গেছেন। বাড়িতে একাই থাকে ওই যুবক । এর আগেও বিভিন্ন বয়সের মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে । এনিয়ে এলাকায় তার যথেষ্ট বদনাম রয়েছে । শুধু তাইই নয়, তার বিরুদ্ধে চুরি করারও অভিযোগ রয়েছে ।
জানা গেছে,শনিবার গভীর রাতে মদ্যপ অবস্থায় শেখ ইব্রাহিম একের পর এক বাড়িতে হানা দেয় । তার নিশানায় ছিল মূলত পরিবারগুলির মহিলারা । মহিলাদের সঙ্গে অশালীন আচরন করলে পরিবারের পুরুষরা তাকে তাড়িয়ে । কিন্তু তাতেও দমে যায়নি ইব্রাহিম । অন্য বাড়িতে ঢুকে ফের মহিলাদের সঙ্গে নোংরামি শুরু করে । তার মধ্যে একটি বাড়ির ১৯ বছরের এক তরুণীর সে শ্লীলতাহানি করে বলে অভিযোগ । এদিকে তখন জনৈক এক গ্রামবাসী থানায় ফোন করে পুলিশকে ঘটনার কথা জানায় । খবর পেয়ে পুলিশবাহিনী আসে গ্রামে ।
জানা গেছে,এদিকে পুলিশের গাড়ি দেখেই চম্পট দেয় শেখ ইব্রাহিম । পুলিশ তাকে তন্নতন্ন করে খুঁজে বেড়ায় । শেষে প্রায় দুঘন্টা পর ধরা পড়ে গুনধর । তবে মদ্যপ অবস্থায় দৌড়নোর সময় টালমাটাল হয়ে পড়ে গিয়ে মাথা ফাটে তার । পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামে । ঘুম মাথায় উঠে যায় গ্রামবাসীদের ।।

