এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,২৭ জুন : ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার জন্য উপহার হিসেবে ৪০০ কেজি রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম, ৫০ কেজি ইলিশ ও ৫০ কেজি রসগোল্লা পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারগুলো হস্তান্তর করা হয়। স্থলবন্দরের শূন্যরেখায় উপহারগুলো গ্রহণ করেন ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মোহাম্মদ আল আমীন। ভারতের ত্রিপুরার ইন্টিগ্রেটেড চেকপোস্টের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন কাস্টমস সুপার দিব্যেন্দু ভৌমিক।
এ ছাড়া অন্য কর্মকর্তার মধ্যে আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি এস এম রাহাতুল ইসলাম, আখাউড়া কাস্টম সুপার আবদুল কাইয়ুম তালুকদার, আখাউড়া ইমিগ্রেশন অফিসের ইনচার্জ মোহম্মদ খাইরুল আলমসহ দুদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন । শুভেচ্ছা উপহার গ্রহণের সময় দুই দেশের কর্মকর্তারা জানান, উপহার সামগ্রী আদান প্রদানের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধুর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
এর আগে গত ২৩ জুন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৫০০ কেজি ত্রিপুরার বিখ্যাত রানীজাতের আনারস উপহার হিসেবে পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। কিন্তু এবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এখনো পর্যন্ত কোনো উপহার আসেনি শেখ হাসিনার তরফ । প্রসঙ্গত,বাংলাদেশ তিস্তা জলবন্টন নিয়ে সমঝোতায় আসার জন্য দীর্ঘ দিন ধরে ভারত সরকারকে অনুরোধ জানিয়ে আসছে৷ কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায় সেই চুক্তি বাস্তবায়ন হয়নি৷ তার জেরেই মমতা ব্যানার্জিকে এবারে শেখ হাসিনা এড়িয়ে যাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল ।।