এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৬ মার্চ : ফের বেনজির ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আজ মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুরে প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ‘উনি গোয়ায় গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে। ত্রিপুরায় গিয়ে বলেন, আমি ত্রিপুরার মেয়ে। আরে বাপ তো ঠিক করুন আগে । যার তার মেয়ে হওয়া ঠিক নয়।’ এদিকে দিলীপ ঘোষ কে ‘নারী বিদ্বেষী’ তকমা দিতে উঠে পড়ে লেগেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ দিলীপ ঘোষের বক্তব্যের ভিডিও ক্লিপিং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করে লেখা হয়েছে, ‘দিলীপ ঘোষ বিজেপির রাজনৈতিক নেতৃত্বের নামে কলঙ্ক! মা দুর্গার বংশকে চ্যালেঞ্জ করার পর এখন শ্রীমতী মমতার বংশ নিয়ে প্রশ্ন তুলেছেন । তিনি নৈতিক দেউলিয়াপনের নোংরা গভীরতায় ডুবে গেছেন। একটি বিষয় স্পষ্ট যে বাংলার মহিলাদের জন্য ঘোষের শূন্য সম্মান নেই, তা সে হিন্দু ধর্মের শ্রদ্ধেয় দেবীই হোক বা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।’ পাশাপাশি তৃণমূলের অভিযোগ যে দিলীপ ঘোষ আদর্শ আচরণবিধি লংঘন করেছেন । এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছে তৃণমূল । পাশাপাশি দিলীপ ঘোষের মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন কুনাল ঘোষ, সুস্মিতা দেব, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
শনিবার আনুষ্ঠানিকভাবে বর্ধমান দুর্গাপুর আসনে নাম ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ । বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে রেলি করার পাশাপাশি জাপানের আসরে গিয়ে চা পান ও নিজের হাতে দেয়াল লিখন করছেন বিজেপির এই বর্ষিয়ান নেতা । আজ মঙ্গলবার দুর্গাপুরের কাশিরাম বস্তিতে দেওয়াল লিখন এবং চা চক্রের অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ । তার আগে দুর্গাপুরের চতুরঙ্গ গ্রাউন্ড সহ বিভিন্ন এলাকায় প্রাতঃভ্রমনে বের হয়ে পুরোনো কার্যকর্তা সহ বহু সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি । দিলীপ ঘোষ বলেন, ‘ মানুষজন জানালেন তাঁরাও মনে প্রাণে চেয়েছিলেন যাতে বর্ধমান – দুর্গাপুরে আমি প্রার্থী হই । মানুষের আশীর্বাদ ভালোবাসা পেয়ে আমি আপ্লুত ।’।