এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৩ ডিসেম্বর : সরকারিভাবে না হলেও ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের কিছু কিছু জায়গায় চালু হয়ে গেল ইসলামি শরিয়া শাসন । বাংলাদেশের কোন এক জায়গার মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকিং করে ঘোষণা করেছে যে বাজারে মহিলাদের যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো । দোকানদারদের সতর্ক করে বলা হয়েছে যে তারা যেন কোন মহিলাকে মালপত্র বিক্রি না করে । শুধু তাই নয়, নামাজের সময় গোটা বাজার বন্ধ রাখার ফতোয়া জারি করা হয়েছে । পাশাপাশি প্রতি দোকানে পর্দা ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে । নামাজ শুরু হতেই সেই পর্দা ঝুলিয়ে দেওয়ার ফতোয়া জারি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ।
বাজার ঘুরে ঘুরে বাংলাদেশের মাদ্রাসার জঙ্গিদের মাইকিং এর ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেল শেয়ার করেছেন ইংরাজি সাপ্তাহিক পত্রিকা ব্লিটজের সম্পাদক সালহা উদ্দিন সোয়েব চৌধুরী । ভিডিওতে একজন জঙ্গিকে বলতে শোনা গেছে,’এই এলাকার মধ্যে কোন মহিলা প্রবেশ করবে না । আমরা দোকানদার ভাইয়েরা আগামীকাল থেকে কোন মহিলাকে জিনিসপত্র বিক্রি করব না । আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দা লাগাতে হবে এবং নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে । অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচাকেনা বন্ধ থাকবে । দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে আগামীকাল থেকে এই মার্কেটে এলাকায় কোন মহিলা প্রবেশ করবে না । যদি কোন মহিলা আসে আমরা তাদের সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব । তাদের কাছে আমরা কোন কিছু কেনাবেচা করবো না । আমরা সবাই দ্বীনই স্বার্থে নিজের আখেরাত করার জন্য সজাগ দৃষ্টি রাখব । এটা সাধারণ কোনো মেলা নয় । এটা হল দ্বীন-এ-মাহফিল । দ্বীন-এ-মাহফিলের পরিবেশ । মাদ্রাসারাই ঘোষণা জারি রেখে আমরা শুনিয়ে দেব ।’ সে আরো ঘোষণা করেছে, ‘আমাদের ফায়দা হবে, হালাল বেচা কেনা করব কিন্তু কোন গুনাহের কাজে জড়ানো যাবে না । একটি দোকানের সামনে এসে খোলা দেখতে পেয়ে ওই জঙ্গি তাকে সতর্ক করে দেয় যে পরে এসে যেন দোকান খোলা না দেখতে পাই ।’
এদিকে শোয়েব চৌধুরী এই ঘটনার জন্য বারাক হুসেন ওবামা,জো বাইডেন ও কুখ্যাত উদ্যোগপতি জর্জ সোরসকএ তাই করেছেন । তিনি লিখেছেন, ‘বাংলাদেশকে খিলাফতে পরিণত করছেন ট্রাম্প-বিদ্বেষী মুহাম্মদ ইউনূস! ভিডিওতে দেখা যাচ্ছে, ইসলামপন্থীরা খোলাখুলিভাবে মেয়ে ও মহিলাদের যেকোনো বাজারে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করছে। পরিস্থিতি অত্যন্ত গুরুতর, যার জন্য ওবামা, ক্লিনটন এবং সোরোস দায়ী।’।