এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ অক্টোবর : ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে নৃশংসভাবে মহিলা,পুরুষ ও শিশুকে হত্যা করেছে । ওই ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীর নৃশংসতার হাত থেকে রক্ষা পায়নি জনৈক মহিলার গর্ভস্থ সন্তানও । সন্ত্রাসী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কিন্তু এদেশের তথাকথিত সেকুলারদের প্রধানমন্ত্রীর এই ভূমিকা আদপেই পছন্দ হয়নি । তারা প্রধানমন্ত্রীর সমালোচনা করেছে । প্রধানমন্ত্রীর সমালোচনা করার তালিকায় রয়েছে এনসিপি প্রধান বৃদ্ধ শারদ পাওয়ারও । একারনে বিজেপি নেতারা শারদ পাওয়ারকে কটাক্ষ করছেন৷
শারদ পাওয়ারদের হামাসপন্থী অবস্থানের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে শারদ পাওয়ার তার মেয়ে সুপ্রিয়া সুলেকে হামাসের পক্ষে লড়াই করতে গাজায় পাঠিয়ে দিন ।
অন্যদিকে সুপ্রিয়া সুলে বলেছেন যে আমার মতো হিমন্ত বিশ্ব শর্মাও মূলত কংগ্রেসের। আমরা দুজনেরই কংগ্রেসের ডিএনএ রয়েছে । আমরা জানি বিজেপি কীভাবে মহিলাদের সম্মান করে। যাইহোক, বিশ্ব শর্মার মনোভাব কীভাবে বদলে গেল তা বিস্ময়কর। তিনি বলেন, বিজেপির আইটি সেলকে শরদ পাওয়ার কী বলেছেন তা বোঝা উচিত এবং মনোযোগ দিয়ে শোনা উচিত ।।