এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৮ এপ্রিল : বাংলাদেশের সুপরিচিত রাজবাড়ীর বিখ্যাত ‘শংকরের চমচম’ খ্যাত শংকর সাহা প্রয়াত হয়েছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর । আজ বৃহস্পতিবার সকালে শংকর সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাইপো পুলক সাহা। তিনি জানান,বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার কাকা হঠাৎ পড়ে যান। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের বাসিন্দা শংকর সাহা । ব্যবসার পাশাপাশি তিনি আমৃত্যু লক্ষ্মীকোল পুরাতন হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক ছিলেন । আজ দুপুরে রাজবাড়ী শহরের পৌর মহাশ্মাশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য,১৯৮২ সালে শংকর সাহা প্রতিষ্ঠা করেন ‘শংকর মিষ্টান্ন ভাণ্ডার’। সেই থেকে টানা ৪২ বছর সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে এসেছেন তিনি । রাজবাড়ীর চমচম বলতে সারা দেশে শংকরের চমচমকেই চেনে বাংলাদেশের মানুষ । শংকর সাহার মৃত্যুতে রাজবাড়ী লক্ষ্মীকোল হরিসভা মন্দির কমিটিসহ শহরের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবরে ভিড় করছেন সাধারণ মানুষজন।।