এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১ সেপ্টেম্বর : মালদা জেলার মানিকচকের এনায়েতপুরে অবৈধ সম্পর্কের জেরে এক ব্যবসায়ীকে খুনকান্ডে মৃতের শালিকা ও এক সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ ।পুলিশ জানিয়েছে, ধৃতরা হল সুলতানা খাতুন এবং কাজল রবিদাস । আজ বৃহস্পতিবার ধৃতদের আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । এই হত্যাকাণ্ডে যুক্ত সুলতানার আর এক প্রেমিক নুর কালাম ও আরও এক সুপারি কিলার শেখ সুরজ পলাতক । পুলিশ তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে ।
প্রসঙ্গত,গত ৯ সেপ্টেম্বর মানিকচকের এনায়েতপুর কবরস্থান মোড় সংলগ্ন আমবাগানের ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষত-বিক্ষত, রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ মৃতের পরিচয়ের বিষয়ে ধন্দ্বে থাকলেও তদন্তে নেমে জানতে পারে যে মৃত ব্যক্তির নাম সরফরাজ মোমিন। তার বাড়ি মানিকচকের কামালতিপুর এলাকায়। তিনি আগের দিন রাতে অর্থাৎ গত ৮ সেপ্টেম্বর নিজের দোকান থেকে নিখোঁজ হয়ে যান।
আজ বৃহস্পতিবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) সম্ভব জৈন সাংবাদিক সম্মেলনে জানান,তদন্তে বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সরফরাজ মোমিনের সাথে তার শালিকা সুলতানা খাতুনের অবৈধ সম্পর্ক ছিল । সুলতানা আগে থেকেই বিবাহিতা৷ তবে তিনি তার স্বামীকে পছন্দ করতেন না৷ সরফরাজ মোমিনের সাথে অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়লেও তাকে ব্ল্যাকমেলিং করত সুলতানা । এছাড়া সুলতানার আরও একটা প্রেমিক আছে৷ যার নাম নূর কালাম। মূলত সুলতানা খাতুন হল এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে তিনি জানান ।
তিনি জানান,গতকাল সুলতানা খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে । পুলিশের জেরাতে সে স্বীকার করে যে প্রেমিক নূর কালামের সঙ্গে সরফরাজ মোমিনকে হত্যার পরিকল্পনা করেছিল । তিনি বলেন, ঘটনার দিন সুলতানা নিজের ফোন থেকে সরফরাজকে ফোন করে এনায়েতপুরের আমবাগানে ডেকে আনে । সরফরাজ ও সুলতানা আমবাগানে গেলে সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল নূর কালাম ও দু’জন ভাড়াটে খুনি ৷ খুনিদের নূর কালামই নিয়ে এসেছিল । ওই দু’জন ভাড়াটে খুনির নাম কাজল রবিদাস ও শেখ সুরজ ।’
তিনি বলেন,’ওই চারজন মিলে এনায়েতপুরের আমবাগানে সরফরাজকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে । সরফরাজকে তার গোটা শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়৷ তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার হয়নি৷’ ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অপর দুই ঘাতকের সন্ধান চলছে বলে তিনি জানান৷।