এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ এপ্রিল : বৃহস্পতিবার উত্তরবঙ্গের পৃথক দুই জেলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । কোচবিহারে রাসমেলার মাঠে দলের ‘বিজয় সংকল্প সভা’য় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী । পাশের জেলা জলপাইগুড়ির মাল আদর্শ বিদ্যাভবন মাঠের সভা করেন মুখ্যমন্ত্রী । সেই সভায় মুখ্যমন্ত্রীর একটা বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । ভিডিওতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে “শালা” শব্দ প্রয়োগ করতে শোনা গেছে মমতা ব্যানার্জিকে । ভিডিওটি নিজের নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ।
ভিডিওতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে, ‘বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে । শাল,আমি না খেতে পেয়ে মরে যাবো, তবুও আমি বলে দিচ্ছি আমি ওর মধ্যে যাব না।’
এদিকে মুখ্যমন্ত্রীর ‘শালা’ শব্দ প্রয়োগের প্রতিবাদ জানিয়ে অমিত মালব্য লিখেছেন, ‘বিপরীত লিঙ্গবাদে, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন গভীরতায় নেমে এসেছেন। প্রধানমন্ত্রীর জন্য ‘শালা’ শব্দটি ব্যবহার করা হয়েছে, একটি অবমাননাকর শব্দ । একটি পাবলিক ফোরামে প্রধানমন্ত্রীর খ্যাতি ক্ষুণ্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে অশোভন ভাষা নির্বাচন করা, যা তৃণমূলের মধ্যে লালিত প্রচলিত নীতির প্রতিফলন হিসেবে কাজ করে।
মুখ্যমন্ত্রীর এই ধরনের মানহানিকর বক্তৃতার অদম্য আলিঙ্গনের আলোকে, তার দলের সাংসদ এবং বিধায়করা সমাবেশের সময় আরও মারাত্মক মৌখিক আক্রমণের অবলম্বন করলে অবাক হওয়ার কিছু নেই । ভবিষ্যতে টিএমসির কাছ থেকে আরও অপমানজনক কি শব্দ আশা করা যেতে পারে তা এখন ভাবতে বাধ্য হচ্ছে । এছাড়াও, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর ভাষার ব্যবহার বাংলার সাংস্কৃতিক ঐশ্বর্য, এর অন্তর্নিহিত গর্ব এবং বাংলার জনগণের মর্যাদার উপর অসম্মানের ছায়া ফেলে । যা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আলোকিত ব্যক্তিদের দ্বারা সযত্নে রোপিত বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের জন্য বিখ্যাত । সত্যিই, টিএমসি বাংলা বিরোধী।’
সুকান্ত মজুমদার লিখেছেন,’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতার অশ্লীল ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করছি । আমাদের রাজনৈতিক আলোচনায় এই আচরণের কোনো স্থান নেই। নির্বাচন কমিশনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন যে তাকে নির্বাচনী প্রচারণা থেকে সীমাবদ্ধ করুন৷ আসুন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মর্যাদা সমুন্নত রাখি ।’।