এইদিন ওয়েবডেস্ক,নিজামাবাদ,২১ অক্টোবর : সোমবার তেলেঙ্গানার নিজামাবাদের সরকারি জেনারেল হাসপাতাল (জিজিএইচ) থেকে পালানোর চেষ্টা করার সময় এক পুলিশ কনস্টেবল হত্যার প্রধান অভিযুক্ত শাইক রিয়াজ (২৪) এনকাউন্টারে খতম হয়েছে বলে জানা গেছে । রাজ্য জুড়ে তার বিরুদ্ধে ৩০টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গেছে। তেলেঙ্গানা টুডে খবর অনুযায়ী ,রবিবার সারঙ্গপুর বনাঞ্চলে আসিফ নামে এক ব্যক্তির সাথে ঝগড়ার পর ২৪ বছর বয়সী রিয়াজকে নিজামবাদ পুলিশ গ্রেপ্তার করে । দুজনেই আহত হয় এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের চতুর্থ তলায় চিকিৎসাধীন অবস্থায়, রিয়াজ পালানোর চেষ্টায় একজন আর্মড রিজার্ভ কনস্টেবলের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
জানা গেছে, সে গুলি চালানোর চেষ্টা করে এবং এই প্রক্রিয়ায় কনস্টেবল আহত হয়। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, পুলিশ পাল্টা গুলি চালায় এবং রিয়াজ গুলিবিদ্ধ হয় । আকস্মিক এই ঘটনার ফলে রোগী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় । এর আগে শুক্রবার রাত ৮.৩০ টার দিকে বিনায়ক নগরে ৪২ বছর বয়সী সিসিএস কনস্টেবল ই প্রমোদকে হত্যা করে রিয়াজ। অভিযোগ, প্রমোদকে দুই চাকার গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার সময় তার বুকে ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। রবিবার, খবর ছড়িয়ে পড়ে যে সারঙ্গপুর বনাঞ্চলে গুলি বিনিময়ে রিয়াজ খতম হয়, কিন্তু পুলিশ কমিশনার পি সাই চৈতন্য এই গুজব উড়িয়ে দিয়ে বলেন যে রিয়াজকে জীবিত ধরা হয়েছে এবং চিকিৎসার জন্য জিজিএইচে ভর্তি করা হয়েছে।।