এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৩ ফেব্রুয়ারী : শাহরুখ খানের “পাঠান” ছবিতে “বেশরম রঙ” গানে ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন গেরুয়া রঙের বিকিনি পরায় চরম ক্ষুব্ধ হিন্দুত্ববাদী সংগঠনগুলি । স্বভাবতই ছবিটি বয়কটের ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায় । এদিকে গত ২৫ জানুয়ারী ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ভারতের প্রথম সারির সমস্ত মিডিয়া দাবি করছে শাহরুখ খানের এই ছবিটি বক্স অফিসে সর্বকালের রেকর্ড নাকি ভেঙে দিয়েছে । কিছু মিডিয়া এমনও দাবি করেছে যে ছবিটি ১০০০ কোটি টাকার ক্লাবে পা রাখতে চলেছে । এমনকি এও দাবি করা হয়েছে দক্ষিনী ব্লক বাস্টার ছবি “বাহুবলী” ও “কেজিএফ”-এর মত ছবিগুলিকে পিছনে ফেলে দিতে চলেছে শাহরুখ খানের “পাঠান” ছবি ।
কিন্তু আদপেই কি ছবিটি সুপার ডুপার হিট নাকি সুপার ফ্লপ , তা নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । আর ধন্দ্ব আরও বাড়িয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফ্লিমি ওয়েবসাইট আইএমডিবি (IMDB) । আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারী ২০২৩) পর্যন্ত আইএমডিবি-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী “পাঠান” ছবির বিশ্বব্যাপী সংগ্রহ মাত্র ১৬২ কোটি টাকা । আইএমডিবি জানিয়েছে,এদিন পর্যন্ত এই ছবিটি বিশ্বব্যাপী ১৯,৮১৪,৫৪২ ডলার আর করেছে । যা ভারতীয় মূদ্রায় হয় ১৯,৮১৪,৫৪২ × ৮২ = ১,৬২৪,৭৯২,৪৪৪ কোটি টাকা । আইএমডিবি-এর হিসাব অনুযায়ী শাহরুখ খানের “পাঠান” ছবিটির অবস্থা আমির খানের “লাল সিং চাড্ডা”র মতই হতে চলেছে ।
তাহলে কে সত্যি কথা বলছে-আইএমডিবি নাকি ভারতীয় মিডিয়া ? এনিয়ে প্রশ্ন উঠছে । বহু মানুষ প্রশ্ন তুলছেন আইএমডিবি-এর পরিসংখ্যান যদি সত্যি হয় তাহলে ভারতীয় মিডিয়া কি উদ্দেশ্যে শাহরুখ খানের “পাঠান” ছবিকে সুপার হিট প্রমান করার জন্য মরিয়া হয়ে উঠেছে ? পাশাপাশি ভারতের প্রথম সারির মিডিয়াগুলির বিশ্বাসযোগ্যতা নিয়েও তাঁরা প্রশ্ন তুলছেন ।
প্রসঙ্গত,ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ । প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া ও আলেকজান্ডার ডোস্টাল । মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন। ছবিটি একযোগে হিন্দি, তেলুগু, তামিল ভাষায় রিলিজ করা হয়েছে ।।