এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৩ মে : শ্রীনগরের গুলমার্গে জি-২০-এর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের (TWG) বৈঠকের আয়োজন করায় চরম ক্ষুব্ধ পাকিস্থান ও তার দোসর চীন-তুর্কি । চীনের পাশাপাশি দুই মুসলিম রাষ্ট্র তুর্কি ও সৌদি আরব টিডবলুজি বৈঠকে অংশগ্রহণ করেনি । তবুও তারা জম্মু-কাশ্মীরে ওই আন্তর্জাতিক বৈঠক আটকাতে পারেনি । সোমবার থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত যথারীতি এই সম্মেলন চলবে । আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-২০ এর বার্ষিক শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে । এদিকে উপত্যকার জি-২০ এর সম্মেলনের আয়োজন করায় তার প্রতিবাদ জানাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে বেছে নিল শাহবাজ শরিফের দল ।
সোমবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির নেতৃত্বে একটা বিক্ষোভ সভা হয়ে গেল । যদিও সেই বিক্ষোভ সভায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল না । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাইরের অনান্য প্রদেশ থেকে লোক নিয়ে গিয়ে সভাটি করা হয়েছে বলে খবর । বিক্ষোভকারীরা জি-২০ ভুক্ত দেশগুলিকে ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠক বয়কটের আহ্বান জানায় । বিলাওয়াল ভুট্টো-জারদারি ওই বিক্ষোভ সভায় ভাষণ দেন । তিনি জি-২০ সমাবেশকে অবৈধ বলে অভিহিত করেছেন এবং বিতর্কিত অঞ্চলে নিয়ন্ত্রণের বৈধতা খোঁজার জন্য ভারতের একটি প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন । ভারতের বিরুদ্ধে জি-২০ গোষ্ঠীর সভাপতিত্বের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন জারদারি ।
প্রসঙ্গত,জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর এই প্রথম সেখানে কোনো আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করা হল । বিশ্বের ১৯ টি দেশ ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরেই জম্মু-কাশ্মীরে সভার আয়োজন করার কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার । কাশ্মীর উপত্যকায় আন্তর্জাতিক পর্যটনকে পুনরুজ্জীবিত করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে । ১৯৮৯ সাল থেকে জম্মু-কাশ্মীর ইসলামি সন্ত্রাসবাদ কবলিত রাজ্য ছিল । যদিও জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে উল্লেখযোগ্য ভাবে সন্ত্রাসবাদী হামলা কমে গেছে উপত্যকায় ।।

