এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৩ অক্টোবর : আজ বুধবার হবে মুম্বাই ক্রুজ শিপ ড্রাগ মামলায় ধৃত
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও অন্য ৭ জনের জামিনের আবেদনের শুনানি । আরিয়ান খানসহ অন্যদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ৮(সি),২৭,২৮,২৯ ও ৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে । গত ৭ অক্টোবর মামলার শুনানি হয় । আরিয়ানকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদলত । তারপর তিনি জামিনের জন্য আদালতে আবেদন করেছিলেন । আজ মুম্বাইয়ের একটি বিশেষ এনডিপিএস আদালতে জামিনের বিষয়ে শুনানি হবে । নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরিয়ানের জামিন আবেদনের বিরোধিতা করতে পারে বলে সুত্রের খবর ।
আরিয়ান খানের জামিন আবেদন গত ৮ অক্টোবর ম্যাজিস্ট্রেট আদালত খারিজ করে দিয়েছিল । ম্যাজিস্ট্রেট আদালত জামিনের আবেদন এই ভিত্তিতে প্রত্যাখ্যান করে যে,এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার ম্যাজিস্ট্রেট আদালতের নেই । তারপর মামলাটি যায় বিশেষ আদালতে । এনসিবি দাবি করেছিল ক্রুজ জাহাজে থাকা কিছু ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে । পাশাপাশি একটি “আন্তর্জাতিক মাদক পাচার” চক্র এতে জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করে তদন্তের স্বার্থে ধৃতদের জামিনের আবেদনের বিরোধিতা করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় এনসিবি । এনিয়ে ১৩ অক্টোবরের মধ্যে তথ্য প্রমান দেওয়ার জন্য গত সোমবার এনসিবিকে নির্দেশ দিয়েছিল এনডিপিএস আদালত ।
আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্দে দাবি করেছিলেন, আরিয়ানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে । তাঁর হেফাজত থেকে আদপেই কোনও মাদক উদ্ধার হয়নি । তাই এনসিবির তাঁকে হেফাজতে রাখতে পারে না । অন্যদিকে আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার আইনজীবী তারেক সৈয়দ আদালতে প্রশ্ন তোলেন, যাদের পুরো জাহাজটাই কিনে নেওয়ার ক্ষমতা আছে তাঁরা কেন পাঁচ গ্রাম চরস বিক্রি করতে জাহাজে যাবে ? কারন দাবি করা হচ্ছে তাঁদের কাছ থেকে নাকি ৫ গ্রাম চরস উদ্ধার হয়েছে ।’
সুত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নতুন কিছু তথ্য প্রমান হাতে পেয়েছে এনসিবি । এদিন শুনানির সময় তা আদালতে তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন এনসিবির আইনজীবী ।।