এইদিন ওয়েবডেস্ক,মেওয়াতে(হরিয়ানা),২১ জুলাই : হরিয়ানার মেওয়াত(Mewat) অঞ্চলের নুহের(Nuh) কাছে পাঁচাওনে(Panchaon) পাথর বোঝাই ডাম্পার দিয়ে ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোইকে (Surendra Singh Bishnoi) পিষে মারার ঘটনার মূল অভিযুক্ত ডাম্পার চালক শাব্বির ওরফে পিত্তরকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার তাকে রাজস্থানের ভরতপুর জেলার গাঙ্গোরা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় । এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে ওই কুখ্যাত দুষ্কৃতী । শাব্বিরের সন্ধানে ৩০টির বেশি স্থানে পুলিশের দশটি দল লাগাতার অভিযান চালিয়েছে । ডিএসপিকে হত্যার ঘটনার কয়েক ঘণ্টা পরই পুলিশ এনকাউন্টারে শাব্বিরের সহযোগী ইকরারকে গ্রেপ্তার করে ।
নূহের এসপি বরুণ সিংলা জানিয়েছেন,বৃহস্পতিবার শাব্বিরকে আদালতে তুলে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে । হেফাজতে নেওয়ার পর পুলিশ তাকে তার সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে । যারা তাকে পালাতে ও আত্মগোপনে সহায়তা করেছে তাদেরও আইনের আওতায় আনা হবে। পলাতক অবস্থায় শাব্বির প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আসছিলেন, যার কারণে তাকে গ্রেপ্তারে সময় লেগেছে বলে জানান পুলিশ সুপার ।
এদিকে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিজ ভিজ জানিয়েছেন, হরিয়ানা সরকার মেওয়াতে (Mewat) খনি মাফিয়াদের দ্বারা একজন ডিএসপির খুনের ঘটনা এবং সেই এলাকায় অবৈধ খননের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ।।