• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সুন্দরবনের শবর কন্যা উত্তীর্ণ হলো মাধ্যমিক পরীক্ষায়

Eidin by Eidin
June 5, 2022
in রাজ্যের খবর
সুন্দরবনের শবর কন্যা উত্তীর্ণ হলো মাধ্যমিক পরীক্ষায়
শবর কন্যা আশালতা ৷
8
SHARES
113
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,দক্ষিণ ২৪ পরগনা,০৫ জুন : গত ৩ রা জুন ২০২২ এর মাধ্যমিক পরীক্ষার ফল বের হয়। মাঝে একটা বছর বাদ দিয়ে করোনার আতঙ্ক কাটিয়ে এটাই ছিল প্রথম মাধ্যমিক পরীক্ষা। মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে মূল স্রোতের সংবাদ মাধ্যমগুলো ভিড় করে মেধাবীদের বাড়িতে। গর্বিত মা-বাবার পাশে সফল সন্তানকে বসিয়ে শুরু হয় তাদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন কথা। সঙ্গে মিষ্টি মুখও হয়। কিন্তু ওর দিকে কেউ ফিরেও তাকায় না। কারণ ও শহর থেকে বহু দূরে অবস্থিত সুন্দরবনের জি-প্লটের ‘মু বিভূতি মলিকের মেইয়ে আশালতা বটেক। মু থাকি ঐ লদী পাইড়ে শবর বস্তিতে। মাছ ধরি, ক্যাঁকড়া ধরি। আর মুর বাবা মা যায় ঐ সোদর বনে মধু লিয়ে আসতে ।’ এবছর মাধ্যমিক পরীক্ষায় ৩১৯ নম্বর পেয়ে সে উত্তীর্ণ হয়েছে। গাদা গাদা নম্বরের ভিড়ে শহরের মানুষদের কাছে নম্বরটা হয়তো তুচ্ছ তাচ্ছিল্যের। কিন্তু একটা নাই রাজ্যের বাসিন্দা শবর পল্লীর মেয়ের কাছে অনেক । লড়াইটা দীর্ঘদিনের, বহু পরিশ্রমের ফসল এই সাফল্য ।
২০১৬ সাল। কলকাতা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘নিঃস্বার্থ ভালবাসার উৎস এসওইউএল (Source Of Unconditional Love) শহর থেকে বহু দূরে সুন্দরবনের জি-প্লটের শবর পল্লীতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। শবর বালিকাদের পড়াশোনার জন্য গড়ে তুলেছে একটি আবাসিক বিদ্যাশ্রম। সেই আবাসিক বিদ্যাশ্রমের প্রথম প্রজন্মের ছাত্রী হলো এই আশালতা। প্রসঙ্গত করোনার সময় শবর পল্লীর বাসিন্দাদের পাশে থেকে এসওইউএল দক্ষিণ চব্বিশ পরগণার জেলা শাসকের প্রশংসা আদায় করে নিয়েছে।
প্রথম সাক্ষাতে এসওইউএল এর আত্মা শুভঙ্কর ব্যানার্জ্জী তার কাছে জানতে চেয়েছিলেন – লেখা পড়া শিখতে ইচ্ছে করে কি না? প্রশ্নটা শুনেই সে চমকে উঠেছিল। তারপর ধীর কণ্ঠে বলেছিল – কে শিখাইবে? মুদের পেইটে ভাত লাই তো লিখা পড়া শিইখে কি হবেক? তবে পেইট ভরে খেইতে পাইলে শিখব না কেনে?’ তার মনের গভীর কোণে লুকিয়ে থাকা ইচ্ছের কথা জানতে পেরে সমস্ত দায়িত্ব এসওইউএল নিজেদের কাঁধে তুলে নেয়। সেই শুরু।
সুন্দরবনের জি-প্লটের শবর কন্যার শুরু হয় পড়াশোনা। পরম মমতা ও যত্নে ভারপ্রাপ্ত শিক্ষকরা তাকে অক্ষর পরিচয়ের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলো রপ্ত করানোর চেষ্টা করেন। আশালতাও গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। অবশেষে দীর্ঘ ছ’বছর পর সাফল্য আসে। প্রথম প্রচেষ্টাতেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়
শবর পল্লীর ইতিহাসের প্রথম প্রজন্মের প্রতিনিধি আশালতা। জীবনের প্রথম বড় পরীক্ষায় তার সঙ্গে সঙ্গে বিদ্যাশ্রমের প্রচেষ্টাও সফল ।
সুন্দরবনের গভীর জঙ্গলে বাস করে আশালতারা। সেখানে জলে কুমীর, ডাঙায় বাঘ। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। দু’মুঠো অন্ন জোগাতে জীবন মৃত্যুর সরু সুতোর ওপর ওদের জীবিকা নির্ভর করে। একটা মাত্র শাড়িকে অর্ধেক করে মা-মেয়েকে লজ্জা নিবারণ করতে হয়। সেই পরিবেশে বড় হওয়া মেয়ে আজ মাধ্যমিক পাশ। সুতরাং আনন্দ বা তাৎপর্য আলাদা তো হতে বাধ্য ।
এসওইউএল এর আত্মা শুভঙ্কর ব্যানার্জ্জী নিজেকে প্রচারের আলো থেকে শতযোজন দূরে সরিয়ে রাখেন। তাইতো তিনি শহর থেকে বহু দূরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যেখানে আধুনিক সভ্যতার আলো এখনো এসে পৌঁছতে পারেনি সেখানে লোকচক্ষুর আড়ালে কাজ করতে বেশি ভালবাসেন। তার ছোট্ট প্রতিক্রিয়া – মানুষের জন্য কাজ করব তার জন্য প্রচার কেন ?
এসওইউএল এর অপর আত্মা হলেন শুভঙ্কর বাবুর অভিন্ন হৃদয় বন্ধু চন্দন সেনগুপ্ত । আশালতা সম্পর্কে প্রশ্ন করলে সাফল্যের আবেগে তার কণ্ঠ রূদ্ধ হয়ে আসে। আনন্দে চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে দু’ফোটা জল। তারপর ধীর কণ্ঠে বলেন – আশালতা আমাদের আশা, আমাদের স্বপ্ন। ওর দিকেই তাকিয়ে আছে শবর পল্লীর সবাই। লতার মত ডালপালা মেলে ওই জাগাবে আশার আলো। হয়তো ওকে দেখে আগামী দিনে আরও অনেক আশালতা সাফল্যের দরজায় পৌঁছে যাবে ।
আর আশালতা লজ্জাবনত কণ্ঠে বলল,’আমি তো কিছুই করিনি। মাস্টার মহাশয়রা যা বলেছেন আমি সেটাই করেছি। সে আরও বলে – আমি আরও পড়তে চাই, উচ্চ মাধ্যমিক, বি.এ, এম.এ পড়তে চাই।’ কথাগুলো বলার সময় তার চোখেমুখে ছিল দৃঢ়তার ছাপ। ছ’বছর আগের আশালতার কথার সঙ্গে সঙ্গে আচরণের কত পরিবর্তন! এটাই প্রকৃত শিক্ষার মাহাত্ম্য । সরকার বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো কি পারে না আশালতাদের আশা পূরণ করার জন্য এগিয়ে আসতে ? প্রশ্ন বিভিন্ন মহলের ।।

Previous Post

কর্ণাটকের শ্রীরঙ্গপাটনার জামিয়া মসজিদকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা, ১৪৪ ধারা জারি

Next Post

তিল শুকাতে তৃণমূলের পতাকা ব্যবহার করে দখল নেওয়া হচ্ছে জাতীয় সড়ক

Next Post
তিল শুকাতে তৃণমূলের পতাকা ব্যবহার করে দখল নেওয়া হচ্ছে জাতীয় সড়ক

তিল শুকাতে তৃণমূলের পতাকা ব্যবহার করে দখল নেওয়া হচ্ছে জাতীয় সড়ক

No Result
View All Result

Recent Posts

  • স্বামীকে ছেড়ে মুসলিম প্রেমিকের সাথে সংসার শুরু করেছিল হিন্দু তরুনী, এক মাসের মাথায় ধর্ষণ ও প্রতারণার মামলা
  • লিভ-ইন পার্টনার পুষ্পাকে খুন করে পা গলায় বেঁধে আবর্জনার ট্রাকে ফেলে দিল মহম্মদ শামসুদ্দিন
  • শুধুমাত্র জুন মাসেই ইরান থেকে ২,৩০,০০০ এরও বেশি আফগান অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে : আন্তর্জাতিক অভিবাসন সংস্থা
  • কুমিল্লায় গনধর্ষিতাকে মামলা তোলার জন্য চাপ, নির্যাতিতা বললেন : ‘অভিযুক্ত ফজর আলীকে ফাঁসি না দিলে আমি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হব’
  • ফের অভিনেতা নাসিরউদ্দিন শাহের পাকিস্তান প্রেম উথলে উঠল, হিন্দুত্ববাদীদের প্রতি বিষ উগরে দিয়ে বললেন : “কৈলাসে যাও”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.