শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ নভেম্বর : পঞ্চায়েতের বসানো আস্ত টিউবওয়েল তুলে পাচারের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতারের গ্রামে । একটা বা দুটো নয়, একাধিক টিউবওয়েল রাতারাতি গায়েব হয়ে গেছে । ভাতার ভাতার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুমশোর গ্রামের ঘটনা । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করছেন যে ব্যক্তিগত স্বার্থে নয়, বরঞ্চ ওই টিউবয়েল গুলি বিক্রি করে পাড়ায় পাড়ায় আলোর ব্যবস্থা করা হয়েছে । তবে কারা এহেন ‘মহান কর্মকাণ্ডে’ যুক্ত তা স্পষ্ট নয় । সরকারি নিয়ম মেনে টিউবওয়েলগুলি তোলা হয়েছে কিনা তাও জানা যায়নি । বিষয়টি নিয়ে ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান রুপালি ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি দাবি করেছেন যে ভূমশোর গ্রামের বেশ কিছু টিউবওয়েল বিকল হয়ে পড়ে ছিল । সেগুলি তুলে পঞ্চায়েতে জমা পড়েছে কিনা খাতা দেখে তবেই বলতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি ।
তবে গ্রামবাসীরা জানান,ভাতারের ভূমশোর গ্রামে বেশ কিছু পুরনো আমলের টিউবওয়েল ছিল । রাস্তার পাশে বসানো ওই টিউবওয়েলগুলিতে মূলত বাইরে থেকে আসা ব্যবসায়ী ও কৃষি কাজের শ্রমিকরা জল পান করতেন । কিন্তু রাতারাতি সেগুলি গায়েব হয়ে যাওয়ায় এখন তারা পানীয় জলের জন্য সমস্যায় পড়েছে ।
জানা গেছে, ভাতারের ভূমসোর গ্রামের পশ্চিম পাড়ায় ৩-৪ টি বেশ কয়েক বছরের পুরনো টিউবওয়েল ছিল । আগে ওই টিউবওয়েলের উপরেই নির্ভরশীল ছিল এলাকার বাসিন্দারা । কিন্তু বাড়ি বাড়ি সরকারি সজল ধারা প্রকল্পের জলের সংযোগ চলে যাওয়ায় টিউবওয়েলের ব্যবহার কমে যায় । ফলে অব্যবহৃত হয়ে পড়ে থাকার কারনে ১-২ টি টিউবওয়েল অকেজো হয়ে পড়ে ছিল । অবশ্য বাকিগুলি বাইরে থেকে আসা খেতমজুরদের পানীয় জলের যোগান দিত বলে জানান গ্রামবাসীরা । বর্তমানে আমন ধান কাটার মরশুম চলছে । ধান কাটার কাজে এসেছে খেতমজুররা । এখন তাদের পানীয় জলের যোগান দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে স্থানীয় চাষিদের ।।