এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ জানুয়ারী : বাংলাদেশে বর্তমানে কট্টর ইসলামী দলগুলি শাসন ক্ষমতায় আছে । সন্ত্রাসীদের আঁতুরঘর পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল ওই সমস্ত দলগুলি ভারতের নাশকতা চালানোর জন্য পুরোদমে চেষ্টা চালাচ্ছে । বিভিন্ন কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিদের ভারতে ঢুকিয়ে দিয়ে তারা নাশকতার ষড়যন্ত্র করছে বলে জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এদিকে এই সুযোগে দেদার বাংলাদেশী মুসলিম ভারতের ঢুকে পড়ছে । তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের বদান্যতায় তারা ভোটার কার্ডও করে ফেলছে বলে অভিযোগ উঠছে । আসাম,ত্রিপুরা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের মত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশীদের ধরতে ব্যাপক ধরপাকড় অভিযান চলছে । কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ।
দিলীপবাবু একটি হিন্দি নিউজ চ্যানেলের প্রতিবেদনের ক্লিপিং নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছেন । সেই প্রতিবেদনে বলা হয়েছে যে অবৈধ বাংলাদেশিদের ধরতে মুম্বাই, নাসিক ও নান্দেড়ে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে মহারাষ্ট্র এটিএস । সম্ভাজিনগরেও এটিএস অভিযান চালিয়েছে । এটিএস ৯ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে ৷ তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা ।
দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করে লিখেছেন,’মহারাষ্ট্র এটিএস এর তৎপরতায় মুম্বাই, নাসিক এবং নান্দেড় থেকে গ্রেফতার হল একাধিক বাংলাদেশি। ডিসেম্বর মাস জুড়ে ১৯ টি জায়গায় রেইড চালিয়ে ৪৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। শুধু মহারাষ্ট্র নয়, দেশের একাধিক প্রান্তে এই তৎপরতা চলছে। আসাম, ত্রিপুরা, গুজরাট, দিল্লি সব জায়গায় ব্যাপক তল্লাশিতে ধরা পড়ছে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীরা। অদ্ভুতভাবে নিষ্ক্রিয় হয়ে বসে আছে পশ্চিমবঙ্গ পুলিশ। সারা দেশে জঙ্গি এবং অবৈধ অনুপ্রবেশকারী সরবরাহ করা পশ্চিমবঙ্গের কি কোনও দায় নেই?’ এর আগে তিনি পশ্চিমবঙ্গকে ইসলামী সন্ত্রাসীদের ‘প্রবেশপথ’ বলে বর্ণনা করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছিলেন ।।