এইদিন ওয়েবডেস্ক,সিডনি(অস্ট্রেলিয়া),১৫ এপ্রিল : অস্ট্রেলিয়ার সিডনিতে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন একজন খ্রিস্টান বিশপসহ একাধিক ব্যক্তি । শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ সিডনির ওয়েকেলির ক্রাইস্ট দ্য গুড শেফার্ড ( The Good Shepherd Church in Wakeley) চার্চের বিশপ মার মারি ইমানুয়েল (Mar Mari Emmanuel) যখন ধর্মোপদেশ দিচ্ছিলেন সেই সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । পুলিশ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে । পাশাপাশি বাকিদের সন্ধানে ওয়াকেলিতে একটি বড় অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং জনসাধারণকে ওই এলাকা এড়াতে অনুরোধ করা হয়েছে ।
সিডনির পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ৬০, ৫০, ৩০ ও ২০ বছর বয়সী চারজন পুরুষ রয়েছেন।দুজনকে লিভারপুল হাসপাতালে ভর্তি করা হয়েছে । বছর ৫০ এর এক ব্যক্তির শরীরের একাধিক অংশ ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে । তিনি ছাড়াও ৩০ বছরের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ । লিভারপুল হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের শারিরীক অবস্থার বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি ।
প্রসঙ্গত,বিশপ মার মারি ইমানুয়েল অস্ট্রেলিয়ার খ্রিস্টান সমাজে জনপ্রিয় একজন ধর্মগুরু । তার অনেক উপদেশ অনলাইনে শেয়ার করা হয়। তিনি ২০২১ সালের জুনে করোনভাইরাস লকডাউনের সময় মনোযোগ আকর্ষণ করেছিলেন যখন তিনি বিধিনিষেধ এবং ভ্যাকসিন আদেশের সমালোচনা করেছিলেন।
এর আগে সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং সেন্টারে ছয়জনকে জবাই করে হত্যা করেছিল এক সন্ত্রাসবাদী । যদিও পুলিশ তাকে গুলি করে খতম করে । সেই হামলার মাত্র কয়েকদিন পর ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে । এই দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা এখনো স্পষ্ট নয় ।।