এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৮ আগস্ট : ফের ইসলামি জিহাদি হামলার শিকার হল নাইজেরিয়ার খ্রিস্টানরা । সোমবার (৪ আগস্ট) সকালে নাইজেরিয়ার মালভূমি রাজ্যের একটি গ্রামে ইসলামি ফুলানি পশুপালক সন্ত্রাসীরা একজন খ্রিস্টান মহিলাকে নৃসংশভাবে হত্যা করেছে । হত্যার আগে মহিলাকে গনধর্ষণও করে সন্ত্রাসীরা৷ গত ১৫ জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহের এযাবৎ এই অঞ্চলে ১৭ জন খ্রিস্টানকে নৃশংস বর্বরোচিত ভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা । সোমবারের এই ঘটনার পর নাইজেরিয়ান সেনাদের ওই এলাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বাসিন্দা ডোরকাস ইশায়া বলেন, ইসলামি ফুলানি পশুপালক সন্ত্রাসীরা সোমবার সকাল ১০টার দিকে এনজিন গ্রামে এই হামলা চালায়। খ্রিস্টান ডেইলি ইন্টারন্যাশনাল-মর্নিং স্টার নিউজকে দেওয়া এক বার্তায় ইশায়া বলেছেন, কয়েকদিন হত্যাকাণ্ড বন্ধ থাকার পর ফের ফুলানি পশুপালকরা আক্রমণ শুরু করেছে । সোমবার সকাল ১০টা নাগাদ সন্ত্রাসীরা মালভূমি রাজ্যের বোক্কোস স্থানীয় সরকার এলাকার মুশেরের প্রধান অঞ্চলের কোপমুর এলাকার এনজিন গ্রামে হামলা চালিয়ে একজন খ্রিস্টান মহিলাকে নৃশংস ভাবে হত্যা করে।এছাড়া হামলাকারীরা সম্পত্তি লুট করেছে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ।
একজন খ্রিস্টান সম্প্রদায়ের নেতা ইয়োহানা মারগিফ বলেন, সশস্ত্র ফুলানি পশুপালকরা এখন যে নয়টি গ্রাম দখল করে আছে সেখান থেকে খ্রিস্টানদের তাড়িয়ে দিয়েছে ।
খ্রিস্টান ডেইলি ইন্টারন্যাশনাল-মর্নিং স্টার নিউজ জানিয়েছে,নাইজেরিয়া এবং সাহেল জুড়ে কয়েক লক্ষ খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস । মুসলিমদের মধ্যে একাংশ চরমপন্থী দৃষ্টিভঙ্গি পোষণ করা মুসলিম ফুলানি গোষ্ঠী রয়েছে । ফুলানিরা উগ্র ইসলামপন্থী মতাদর্শ মেনে চলে । তারা বোকো হারাম এবং ISWAP-এর মতোই কৌশল গ্রহণ করে এবং খ্রিস্টান এবং খ্রিস্টীয় পরিচয়ের প্রতীকগুলি চিরতরে মুছে ফেলার জন্য লাগাতার জিহাদি হামলা চালায় । পার্লামেন্টারি গ্রুপ ফর ইন্টারন্যাশনাল ফ্রিডম অর বিলিফ (APPG) ২০২০ সালের এক প্রতিবেদনে উল্লেখ করেছে,নাইজেরিয়ার খ্রিস্টান নেতারা বলেছেন যে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে খ্রিস্টান সম্প্রদায়ের উপর পশুপালকদের আক্রমণ খ্রিস্টানদের জমি জোর করে দখল করার এবং ইসলাম চাপিয়ে দেওয়ার তাদের ইচ্ছা থেকে অনুপ্রাণিত, কারণ মরুভূমির ফলে তাদের পশুপালের ভরণপোষণ কঠিন হয়ে পড়েছে ।।