দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কৈথন এবং পার্শ্ববর্তী কারুলিয়া গ্রামে শিয়ালের আক্রমণে জখম হয়েছে ৭ গ্রামবাসী । ফলে বিগত তিনদিন ধরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই দুই গ্রামে । খবর পেয়ে বনদপ্তরের লোকজন শিয়াল ধরার জন্য মুরগির টোপ দিয়ে মঙ্গলবার রাতে মাঠের মাঝে একটা খাঁচা পেতেও রাখে ৷ কিন্তু আজ বুধবার দেখা যায় খাঁচাতে শিয়ালের পরিবর্তে ধরা পড়েছে একটা বনবিড়াল । বনবিভাগের কাটোয়া রেঞ্জের আধিকারিক শিবপ্রসাদ সিনহা জানিয়েছেন,বনবিড়ালটি জঙ্গলে ছেড়ে আসা হয়েছে ।
জানা গেছে,বিগত তিনে শিয়ালের আক্রমণে জখম হন কারুলিয়া গ্রামের বাসিন্দা বিকাশ রায়,কারুলিয়া গ্রামের বাসিন্দা নারায়ণ হাজরা,অষ্টদেব ঘোষ ও শ্রীকান্ত ঘোষসহ মোট ৭ জন শিয়ালের আক্রমণে জখম হয়েছেন । তাদের মধ্যে কেউ সন্ধ্যায় বাড়ির সামনে বসেছিলেন এবং সেই সময় শিয়ালে হামলা চালায় । কাউকে বাড়িতে ঢুকে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় । নারায়ণ হাজরা জানান,
মঙ্গলবার তিনি মাঠে আলুজমির পরিচর্যা করতে গি গিয়েছিলেন । বাড়ি ফেরার সময় দুটি শিয়াল তার পিছু নেয় । তিনি শিয়ালদুটিকে তাড়ানোর চেষ্টা করতেই একটি শিয়াল এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে আচড়ে দেয় । তারপর কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে আসেন ।
শিবপ্রসাদবাবু বলেন,’ওই দুই গ্রামের পাশে মাঠে সেচনালা রয়েছে । সেখানে কয়েকটি শিয়ালের বাসা আছে । খাবারের টান পরার কারনেই শিয়ালগুলি হিংস্র হয়ে এই প্রচার আচরণ করছে ।’ তিনি জানিয়েছেন,শিয়ালগুলিকে খাঁচাবন্দি করারা চেষ্টা চলছে । ধরা পড়ার পর দূরে কোথাও ছেড়ে দিয়ে আসা হবে ।।