এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২২ এপ্রিল : মার্কিন অলাভজনক সংস্থাগুলির কর্মীদের কাছ থেকে তালিবানরা মুক্তিপণ আদায় করছে বলে জানিয়েছে আমেরিকান মিডিয়া । তালিবানরা তাদের নির্দেশ দিয়েছে যে আগে তালিবানের সেবা করতে হবে,তারপর গরীব মানুষকে যা দেবে দাও । শুক্রবার সিবিএস নিউজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের উদ্ধৃত করে জানিয়েছে যে তারা তালিবানকে সহায়তা না দিলে তাদের কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ।
নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্বেচ্ছাসেবী সংস্থার একজন কর্মচারী বলেছেন, আমরা তালিবান পুলিশ কমান্ডার, গভর্নর এবং তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের পরিবারের সেবা করি । কারন তারা আমাদেরকে বিশেষভাবে তাদের সেবা করার নির্দেশ দিয়েছে । একজন তালিবান গভর্নর একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সাফ জানিয়ে দিয়েছে যে সাহায্য সামগ্রীর ১৫ শতাংশ তার দেহরক্ষী এবং অন্যান্য তালিবান কর্মীদের দিতে হবে । তার স্পষ্ট নির্দেশ যে প্রথমে তালেবানদের সেবা করো,পরে সাধারণ মানুষের ।’
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাবকন্ট্রাক্ট পাওয়া একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী হামিদ খান বলেছেন যে তালিবানের হস্তক্ষেপ আমাদের কাজকে ক্রমশ কঠিন করে তুলেছে । যাদের এই সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন তারা হল গর্ভবতী মহিলা, অনাথ, বিধবা এবং অসহায় মানুষ । কিন্তু তালিবালরা তাদের নির্বাচিত মানুষের তালিকা ধরিয়ে দিচ্ছে আমাদের ।’ তিনি বলেন,’আমরা যদি তালিবানের নির্দেশ উপেক্ষা করি তাহলে আমাদের নিষিদ্ধ করে দেওয়া হবে । এনজিওগুলির সাধারণ কাজ রোধ করার জন্য কয়েক ডজন অজুহাত তৈরি করা হবে । ফলে অসহায় মানুষরা তাদের প্রয়োজনীয় সাহায্য পাবে না ।’
তবে জানা যাচ্ছে যে তালিবানরা জাতিসংঘের সাথে সম্পর্কিত সংস্থাগুলির সাথে সরাসরি যোগাযোগ করে না । তবে মানবিক সহায়তা প্রদানের চুক্তিবদ্ধ সহায়ক সংস্থাগুলির উপর মূলত তারা চাপ সৃষ্টি করে । ওই সমস্ত সংস্থাগুলিকে তালিবান নির্দেশ দিয়েছে, আত্মঘাতী বোমা হামলাকারী এবং আহত সন্ত্রাসবাদীদের অগ্রাধিকার দিতে হবে । ফলে এখন নৈতিক সঙ্কটের মধ্যে পড়ে গেছে ওই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি । এমনকি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে ত্রাণ সামগ্রী আদায় করে বামিয়ানের তালিবান জঙ্গিরা খোলা বাজারে বিক্রি পর্যন্ত করছে বলে স্থানীয় সূত্রের খবর । ত্রাণ সামগ্রী নিয়ে তালিবানের এই দূর্নীতি নিয়ে এর আগে বহুবার রিপোর্ট করা হয়েছে । এই কারনে গত সপ্তাহে আফগানিস্তান পুনর্গঠনের জন্য মার্কিন বিশেষ পরিদর্শক বলেছিলেন যে আমেরিকান করদাতাদের অর্থ তালেবানদের কাছে পৌঁছাবে না তার নিশ্চয়তা তিনি দিতে পারেন না ।।