এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৩ অক্টোবর : বলিউডে নারীদের প্রতি দুর্ব্যবহার নিয়ে অনেক অভিনেত্রীই অনেক কিছু প্রকাশ করেছেন। এদিকে, কঙ্কনা সেন শর্মা একটি বলিউড ছবির সেটে কাজ করার বিষয়ে একটি চমকপ্রদ প্রকাশ করেছেন। কেউ কি ভাবতে পারেন যে বলিউডেও জাত-ধর্মের ভিত্তিতে বৈষম্য রয়েছে? তবে কঙ্কনা সেনের কথা আপনাকে চমকে দেবে। অভিনেত্রী প্রকাশ করেছেন যে ইন্ডাস্ট্রি খুব পুরুষতান্ত্রিক। এছাড়াও এখানে জাতপাতের ভিত্তিতে বৈষম্য করা হয়। কঙ্কনা বলেছিলেন যে এই লোকদের জাত এবং শ্রেণির ভিত্তিতে তাদের কোথায় বসতে দেওয়া হবে এবং কী খাবার খেতে দেওয়া হবে তা নির্ধারণ করা হয়।
একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্কনা সেন বেশ কিছু তথ্য জানিয়েছেন। মালায়লাম ইন্ডাস্ট্রিতে তৈরি হেমা কমিটির রিপোর্ট নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী। কঙ্কনা রাজি হয়েছেন যে বলিউডেও এমন একটি কমিটি গঠন করা উচিত। বলিউডে অনেক অভিনেত্রী ও অভিনেতা শোষণের সম্মুখীন হয়েছেন।কঙ্কনা বলেন, ‘ফিল্ম সেট এবং ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু নারীর ভিত্তিতে নয়, জাত, শ্রেণী ও লিঙ্গের ভিত্তিতেও বৈষম্য করে। যা খুবই খারাপ। এখানে বৈষম্য অনেক। এমনকি তারকারাও অন্য ছোট অভিনেতাদের একসঙ্গে বসে খেতে দেন না। কাকে কোথায় বসতে দেওয়া হয় আর কাকে না? কে কি খেতে দেওয়া হয়? কার বাথরুম কোথায়? এসবই জাতপাতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়।’
কঙ্কনা সেন আরও বলেন, ‘বলিউডে নারী অভিনেতাদের সঙ্গে ঘরের আসবাবপত্রের মতো ব্যবহার করা হয়। এগুলো শুধু দেখানোর জন্য। সিনেমার সেটে শুধু সিনিয়র অভিনেতারাই সম্মান পান। বাকিদের ‘আসবাবপত্র’-এর মতো মনে করা হয়। ছোটখাটো বিষয়ে অপমানের সম্মুখীন হতে হয়। এমন পরিবেশে কাজ করা খুবই কঠিন।’।