এইদিন বিনোদন ডেস্ক,২১ সেপ্টেম্বর : বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে বিদেশী অনুদানের অপব্যবহারের অভিযোগ উঠেছে । আয়কর বিভাগের তদন্তকারী দল সোনু সুদের ঠিকানায় চার দিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে শনিবার এই অভিযোগ আনে । আয়কর তদন্তে জানা গেছে যে ২০২০ সালের জুলাই মাসে নিবন্ধিত সোনু সুদ ফাউন্ডেশন তখন থেকে ১ এপ্রিল, ২০২১ পর্যন্ত দাতব্য প্রতিষ্ঠানের নামে ১৮.৯৪ কোটি (প্রায় ১.৯ বিলিয়ন ডলার) মূল্যের অনুদান পেয়েছে। কিন্তু মাত্র ১.৯ কোটি (প্রায় ১.৭ বিলিয়ন ডলার) ব্যয় করা হয়েছে, বাকি ১৭ কোটি (প্রায় ১.৭ বিলিয়ন ডলার) প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হয়েছে।
আয়কর বিভাগের মতে, লখনউতে সোনু সুদের অবকাঠামো কোম্পানিতে ১৭৫ কোটি (প্রায় ১.৭৫ বিলিয়ন ডলার) মূল্যের জালিয়াতির প্রমাণও পেয়েছে। ভুয়া লেনদেনেও ৬৫ কোটি (প্রায় ৬.৫ বিলিয়ন ডলার) মূল্যের অনিয়ম ধরা পড়েছে। এদিকে, বিদেশী অনুদান নিয়ন্ত্রণ আইন (FRA) লঙ্ঘন করে তিনি ২ কোটি ১০ লক্ষ টাকা বিদেশী চাঁদাও পেয়েছিলেন বলে জানতে পেরেছে তদন্তকারী দল ।।