এইদিন ওয়েবডেস্ক,কেরালা,০৯ জুন : কেরালায় কোঝিকোড়ে সিরিয়াল ধর্ষক ও প্রতারককে গ্রেপ্তার করেছে কাজাকুট্টম পুলিশ । ধৃতের নাম ফাহিদ (২৭) । সে কোঝিকোড়ের তিরুভাম্বাদি কুদারঞ্জির বাসিন্দা । একজন আইটি কর্মী তরুনীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় । তরুনীর অভিযোগ,নিজেকে মডেলিং কোরিওগ্রাফার পরিচয় দিয়েছিল ফাহিদ । ভালো ভালো কথা বলে ফাহিদ তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে । তরুনীর অভিযোগ যে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে এবং তার বাইক ও টাকা কেড়ে নেওয়া হয়েছে । অবশেষে কোঝিকোড় থেকে ফাহিদকে গ্রেপ্তার করে কাজাকুট্টম পুলিশ ।
ধৃত ফাহিদের ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার রয়েছে। পুলিশ জানতে পেরেছে, তার পদ্ধতি হল বন্ধুত্ব করে তরুণীদের যৌন শোষণ করা এবং তারপর তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা ও সোনার অলঙ্কার হাতিয়ে নেওয়া। পুলিশ অভিযুক্তের ফোনে তরুণীদের অনেক অশ্লীল ছবিও খুঁজে পেয়েছে। ধৃতকে আদালতে তুলে হেফাজতে নিয়েছে পুলিশ । ধৃতকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে সে ঠিক কতজন মেয়ের জীবন নষ্ট করেছে ।।

