এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৯ এপ্রিল : আফগানিস্তানের কাবুলে পাশাপাশি দুটি স্কুলে সিরিয়াল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল মঙ্গলবার । বিস্ফোরণের ৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে । আহত হয়েছে ১৭ জন । আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
জানা গেছে, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকা বলে পরিচিত দাশত-ই-বারচি(Dasht-e-Barchi)তে রয়েছে আবদুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয় এবং মমতাজ শিক্ষা কেন্দ্র নামে ওই স্কুল দুটি । তার মধ্যে আবদুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ের ভিতরে পরপর তিনটি বোমা বিস্ফোরণ ঘটেছে বলে খবর । কয়েক কিলোমিটার দুরেই রয়েছে মমতাজ শিক্ষা কেন্দ্র । ওই স্কুলের বাইরে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে । তবে মমতাজ শিক্ষা কেন্দ্রে কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও আবদুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ের ৬ পড়ুয়ার মৃত্যু হয় । আহত হয় ১৭ জন । তবে এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি ।।