এইদিন ওয়েবডেস্ক,উডুপি(কর্ণাটক),০৮ ফেব্রুয়ারী : ‘হিজাব বিতর্ক’ থেকে পরিত্রাণ পেতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কর্ণাটকের উডুপির(Udupi) কুন্দাপুরা গভর্মেন্ট পিইউ কলেজ(Kundapura govt PU College) । কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, হিজাব পরা মেয়েদের কলেজ প্রশাসনের পক্ষ থেকে একটি আলাদা কক্ষ দেওয়া হবে যেখানে তারা বসতে পারবেন । সেক্ষেত্রে তাঁদের নিয়মিত শ্রেণীকক্ষে প্রবেশাধিকার থাকবে না । যদি তাঁরা তাঁদের হিজাব খুলে বাধ্যতামূলক ইউনিফর্ম পরে তবেই তাদের ক্লাসে ভর্তি করা হবে ।
এই প্রসঙ্গে পিইউ কলেজ ডেভেলপমেন্ট কমিটির মুখপাত্র মোহনদাস শেনয়(Mohandas Shenoy)
বলেছেন,’অযৌক্তিক একটা বিতর্কের কারণে ১৩৫ বছরের পুরনো কলেজটি আর প্রকাশ্যে অপমানিত হতে পারে না । যে সব মুসলিম মেয়েরা হিজাব পরে বাইরে প্রতিবাদ করছেন তাঁদের বসার জন্য আলাদা ঘর দেওয়া হবে । যদি তারা তাদের হিজাব খুলে ফেলে তবেই তাদের নিয়মিত শ্রেণীকক্ষে যোগদানের অনুমতি দেওয়া হবে ।’ সেই সঙ্গে তিনি অভিভাবকদের তাদের দায়িত্ব পালনের মাধ্যমে কলেজ প্রশাসনকে সমর্থন করার জন্য এবং ছাত্রদের প্রতিষ্ঠানের ড্রেস কোড মেনে চলার জন্য আহ্বান জানান ।
পিইউ কলেজে হিজাব বিতর্কের সৃষ্টি হয় চলতি বছরের ২ জানুয়ারী । যখন ছয়জন মুসলিম ছাত্রী নিয়ম লঙ্ঘন করে ক্লাসরুমে হিজাব পরে ঢোকার চেষ্টা করে ৷ তাঁরা প্রকাশ্যে কলেজের ইউনিফর্ম ম্যান্ডেটকে লঙ্ঘন করায় হিন্দু মেয়েরা এর প্রতিবাদ স্বরূপ জাফরান স্কার্ফ পরে স্কুলে হাজির হয় । তাঁরা দাবি করে যে, মুসলিম ছাত্রীদের যদি কলেজে ড্রেস কোড থেকে অব্যাহতি দেওয়া হয় তাহলে তারাও নিয়ম লঙ্ঘন করবে । যদিও তাঁদের কাউকেই কলেজে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি । এদিকে হিজাব বিতর্ক নিরসনের উদ্দেশ্যে রাজ্য জুড়ে প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্তে আসতে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার ।
এদিকে ‘মারাত্মক অস্ত্র'(lethal weapons) রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম রজব ও হাজী আব্দুল মজিদ । অভিযুক্ত দুজনই কুন্দাপুরের কাছে গাঙ্গোলি গ্রামের বাসিন্দা । সোমবার কুন্দাপুরের সরকারি পিইউ কলেজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । দলে মোট ৫ জন ছিল । বাকি তিনজন পালিয়ে যেতে সক্ষম হয় । ওই তিনজনকে খুঁজছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগে মামলা রজু করা হয়েছে ।।