🌼 “শূকর কখনও মনে করে না, সে অশুচি বস্তু ভােজন করিতেছে। উহাই তাহার স্বর্গ, শ্রেষ্ঠ দেবতাগণ তাহার নিকট আসিয়া উপস্থিত হইলেও সে তাহাদের দিকে ফিরিয়া চাহিবে না; ভােজনেই তাহার সমগ্র-সত্তা নিয়ােজিত। মানুষের সম্বন্ধেও তেমনি। তাহারা শূকরের মতাে ইন্দ্রিয়-বিষয়রূপ পঙ্কে গড়াগড়ি দিতেছে — উহার বাহিরে কি আছে, তাহা দেখিতে পায় না। তাহারা ইন্দ্রিয়সুখভােগই চায়, আর উহা না পাইলে তাহারা যেন স্বর্গ হইতে চ্যুত হয়। ‘ভক্ত ’ শব্দটির শ্রেষ্ঠ অর্থ ধরিলে এইরূপ ব্যক্তিগণ কখনও ‘ভক্ত’ হইতে পারে না — তাহারা কখনও প্রকৃত ভগবৎ-প্রেমিক হইতে পারে না।
আবার ইহাও ঠিক যে, এই নিম্নতর আদর্শ অনুসরণ করিলে কালে এই ভাব পরিবর্তিত হইবে। প্রত্যেক ব্যক্তিই বুঝিবে, ইহা অপেক্ষা উচ্চতর এমন কিছু আছে,যাহার সম্বন্ধে জানিতাম না ; জানিলে জীবনের উপর এবং ইন্দ্রিয়-বিষয়ের উপর প্রবল আসক্তি ধীরে ধীরে চলিয়া যাইবে ।”