দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ জুলাই : পূর্ব বর্ধমান জেলার ভাতারে এক বৃদ্ধ টোটো চালকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিহির সোম(৬০) । তাঁর বাড়ি ভাতার থানার কুমারুন গ্রামে । আজ রবিবার বাড়ির কিছুটা দূরে ফাঁকা মাঠে একটা গাছ থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান হতাশায় আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ ।
জানা গেছে,মৃত মিহির সোমের বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই অবিবাহিত মেয়ে । এক মেয়ের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । কিছু জমিজমা রয়েছে মিহিরবাবুর । চাষবাসের পাশাপাশি টোটোও চালাতেন তিনি । মোটামুটি স্বচ্ছল পরিবার ।
পরিবার সূত্রে জানা গেছে,এদিন সকালের দিকে বাড়ি থেকে বেড়িয়ে যান মিহির সোম । তারপর তিনি আর বাড়ি ফেরেননি । বেশ কিছুক্ষণ পরে কয়েকজন গ্রামবাসী চাষের কাজে মাঠে গেলে একটা গাছের ডালের সঙ্গে মিহিরবাবুকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন । তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি ।
এদিকে ওই বৃদ্ধের আচমকা আত্মঘাতী হওয়ায় ধন্দ্বের সৃষ্টি হয়েছে । মৃতের এক আত্মীয় জানিয়েছেন, পরিবারে অভাব বা অশান্তি কিছুই ছিল না । তাসত্ত্বেও উনি কেন আত্মঘাতী হলেন, সেটাই বোধগম্য হচ্ছে না ৷ পুলিশ জানিয়েছে,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।।