শেখ মিলন,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৩ ডিসেম্বর : এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ানো পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের গোবর্ধনপুর এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম আগর সাঁতরা(৩৭) । আজ শুক্রবার বাজার কররে বেড়িয়ে বাড়ির অদূরে মাঠের মধ্যে তাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় । কিন্তু শেষ রক্ষা হয়নি । এদিকে যুবকের মৃত্যুর কারন নিয়ে ধন্দ্বের সৃষ্টি হয়েছে । ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা স্পষ্ট নয় । পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলকোটের গোবর্ধনপুর এলাকার বাসিন্দা আগর সাঁতরা পেশায় জনমজুর। বৃহস্পতিবার সকালে নবান্ন উৎসব উপলক্ষ্যে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সন্ধ্যা নাগাদ বাড়ির অদূরে মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয়দের নজরে আসতেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের লোকজন আগর সাঁতারাকে উদ্ধার করে ভাতার হাসপাতালে পাঠায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভাতার থানার পুলিশ দেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠায়।।