এইদিন ওয়েবডেস্ক,দোহা,০২ এপ্রিল : কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সেনেগাল ও নেদারল্যান্ড । বিশ্বকাপের প্রথম ম্যাচে সাধারনত আয়োজক দেশকে রাখা হয় । তার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দেখা যেত বিশ্বকাপের প্রথম ম্যাচে । কিন্তু এবারের বিশ্বকাপেও তা হচ্ছে না । উদ্বোধনী ম্যাচে আয়োজন দেশ না থাকাটা ২০০৬ বিশ্বকাপ থেকেই কার্যত অলিখিত প্রথা হয়ে গেছে । কাতার বিশ্বকাপের সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপে রয়েছে কাতার, ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ড । ইকুয়েডরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে কাতার । সেনেগাল নেদারল্যান্ডস এবং কাতার-ইকুয়েডর ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর সোমবার । এদিন থেকেই শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ।
ওইদিন গ্রপ “এ” ও “বি” মিলে রয়েছে মোট চারটি ম্যাচ । প্রথম ম্যাচটি রয়েছে সেনেগাল ও নেদারল্যান্ডের মধ্যে । দোহার আল থুমামা স্টেডিয়ামে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ খেলাটি শুরু হবে । আল-বায়াত স্টেডিয়ামে কাতার ইকুয়েডর ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় । বিকেল চারটায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে ইরান । চতুর্থ ম্যাচটির খেলা হবে রাত্রি ১০ টায় আহমদ বিন আলি স্টেডিয়ামে ।।