এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৪ জুন : আইসিসি টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স করায় পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে পাকিস্তানের এক আইনজীবী ।পাকিস্তানের গুজরানওয়ালা শহরের বাসিন্দা ওই আইনজীবী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম এবং দলের অন্যান্য খেলোয়াড়দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছেন। মামলায় শুধু খেলোয়াড় নয়, দলের কোচ গ্যারি কারস্টেনসহ অনেক কর্মীদের বিরুদ্ধেও মামলা হয়েছে বলে জানা গেছে।
আসলে এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দল প্রত্যাশার বাইরে খারাপ পারফর্ম করেছে। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া পাকিস্তান দল এখন লিগ পর্বে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার মুখে । বিশেষ করে ক্রিকেটের শিশু আমেরিকা ও ঐতিহ্যবাহী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে পাকিস্তান দলের পরাজয় তার ভক্তদের হতবাক করেছে।তাই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটার ও ভক্তরা।
এখন একজন আইনজীবী আরও একধাপ এগিয়ে পাকিস্তান দলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছেন। আইনজীবীরা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন।
পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের মতে, আইনজীবী আবেদনে বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে পরাজয়ে গভীরভাবে আহত হয়েছেন। আইনজীবীর অভিযোগ, দেশের সম্মান ভূলুণ্ঠিত করে অধিনায়ক বাবর আজমের বাহিনী জালিয়াতি করে টাকা কামাচ্ছে। শুধু তাই নয়, আইনজীবী বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের দাবি জানিয়েছেন এবং তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি । এই আবেদনটি আদালতে অনুমোদিত হয়েছে বলে জানা গেছে ।গত বছর অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে শুরু হওয়া পাকিস্তান দলের খারাপ পারফরম্যান্স এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে । শেষ পর্যন্ত রাষ্ট্রদ্রোহ মামলার মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ক্রিকেট দল।।