এইদিন ওয়েবডেস্ক,ম্যাঙ্গালোর,২৭ নভেম্বর : ম্যাঙ্গালোর বোমা বিস্ফোরণে অভিযুক্ত জঙ্গি মহম্মদ শারিকের (Mohammed Shariq,24)প্রাণহানীর আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হল । বর্তমানে ম্যাঙ্গালোরের একটি বেসরকারী হাসপাতালের ওই জঙ্গি চিকিৎসাধীন রয়েছে । শারিকের রুমের কাছে একজন ইন্সপেক্টর, দুইজন পিএসআই এবং দুইজন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। প্রবেশপথে একটি মেটাল ডিটেক্টরও বসানো হয়েছে । হাসপাতাল সূত্রে জানা গেছে, শারিক এখনো ভেন্টিলেটরে রয়েছেন। তবে তার শারিরীক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । ম্যাঙ্গালোরের পুলিশ কমিশনার এন শশীকুমার হাসপাতালে গিয়ে আহত অটো চালক পূজারির সঙ্গে দেখা করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন । তিনি বলেন, শারিক সংক্রমিত হতে পারে বলে এখনও কাউকে তার সাথে দেখা করতে দেওয়া হয়নি ।
গত ১৯ নভেম্বর ম্যাঙ্গালোরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে । বিস্ফোরণে শারিক ও অটোরিকশা চালক পুরুষোত্তম পূজারি আহত হয় । শারিক একটি প্রেসার কুকার নিয়ে টোটোতে উঠেছিল । কিন্তু কুকারে রাখা কম তীব্রতার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)-এ বিস্ফোরণ হয়ে যায় । অটোরিকশা ও ওই জঙ্গি দু’জনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক রেজিস্ট্যান্স কাউন্সিল নামে একটি স্বল্প পরিচিত সংগঠন । এই বিস্ফোরণের মাস্টারমাইন্ড আরাফাত আলী পলাতক । পুলিশ তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ।
প্রসঙ্গত,এর আগে ২০২০ সালে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ (ইউএপিএ) আইনের অধীনে গ্রেফতার হয়েছিল তীর্থহল্লির বাসিন্দা মহম্মদ শারিক । কিন্তু তখন সে প্রযুক্তিগত কারণে জামিন পেয়ে যায় । স্থানীয় বাসিন্দা প্রেমরাজ হুতাগী নামে এক হিন্দু ব্যক্তির হারিয়ে যাওয়া আধার কার্ডটি চুরি করে সে বোমা তৈরির জন্য একটি বাড়ি ভাড়া করেছিল । ঘটনার দিন সে প্রেসার কুকার আইইডি নিয়ে অটোতে যাত্রী সেজে উঠেছিল । কিন্তু রাস্তাতেই সেটি বিস্ফোরণ হয়ে যায় ।।
ছবি : সৌজন্যে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ।