এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৭ মে : বৃহস্পতিবার গভীর রাতেব পুলওয়ামার অবন্তিপোরায় জঙ্গিদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে খতম হল লস্কর-এ-তৈবার দুই জঙ্গি । কাশ্মীরের আইজিপি বিজয় কুমার বলেছেন, নিহত দুই জঙ্গির নাম শহিদ মুশতাক ভাট এবং ফারহান হাবিব। দু’জন সম্প্রতি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দিয়েছিলেন। ওই দু’জন সন্ত্রাসবাদীই বুধবার টিভি তারকা আমরিন ভাটকে(Amreen Bhat) হত্যা করেছিল বলে অনুমান করা হচ্ছে বলে তিনি জানান । পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিদের কাছ থেকে একটি একে-৫৬ রাইফেল, ৪ টি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে ।
উল্লেখ্য,বছর ঊনত্রিশের আমরিন ভাট একাধারে টিভি অভিনেত্রী অন্যদিকে সোশ্যাল মিডিয়া তারকা ছিলেন । টিকটককে দেশে নিষিদ্ধ করার আগে, এই প্ল্যাটফর্মে তাঁর ভিডিওগুলির খুব জনপ্রিয়তা অর্জন করছিল । বুধবার বুদগামের চাদুরায় জঙ্গিদের গুলিতে নিহত হন অমরিন ভাট । আমিরিন ভাটের আত্মীয় জুবায়ের আহমেদ জানান, ওইদিন রাত প্রায় ৮ টা নাগাদ দুজন লোক বাড়িতে এসে আমরিনকে শুটিং স্পটে ডেকে নিয়ে যায় । বাড়ি থেকে বের হতেই তারা আমরিনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে । আমরিন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে । আমরিনের ভাগ্নে ফুরহান জুবায়েরও গুলিতে আহত হন । বর্তমানে একটি সামরিক হাসপাতালে তার চিকিৎসা চলছে । তার অবস্থা আশঙ্কাজনক।’
এদিকে ঘটনার পর নিরাপত্তা বাহিনী গোটা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে । শেষে বৃহস্পতিবার রাতে আমরিনের হত্যাকারীদের খতম করে নিরাপত্তাবাহিনী ।
একই সময়ে শ্রীনগরের সৌর (Sour) এলাকায় একটি এনকাউন্টারে খতম হয়েছে আরও দুই জঙ্গি । ওই দুই জঙ্গির নাম শাকির আহমেদ ওয়াজা এবং আফরিন আফতাব মালিক । নিহতদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
বিগত ৩ দিনে ৭ এলইটি এবং ৩ জেএম জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয়েছে বলে জানিয়েছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার ।।