এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২০ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) ৩ সন্ত্রাসবাদীকে এনকাউন্টারে খতম করল নিরাপত্তা বাহিনী । এডিজিপি কাশ্মীর জানিয়েছেন,তিনজন স্থানীয় সন্ত্রাসবাদীর মধ্যে ২ জনকে চিহ্নিত করা হয়েছে । তাদের মধ্যে একজনের নাম লতিফ লোন । শপিয়ানের বাসিন্দা ওই সন্ত্রাসবাদী কাশ্মীরি পন্ডিত কৃষ্ণ ভাটকে হত্যার সাথে জড়িত ছিল । অন্যজন হল উমর নাজির । সে নেপালের তিল বাহাদুর থাপাকে হত্যার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে একে ৪৭ রাইফেল ও ২টি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
জানা গেছে,শোপিয়ানের মুঞ্জ মার্গ এলাকায় কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর আসে নিরাপত্তা বাহিনীর কাছে । তারপরেই যৌথবাহিনী সেখানে অভিযান চালায় । সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করলে পালটা গুলি চালায় নিরাপত্তাবাহিনী । শেষে তিনজন সন্ত্রাসবাদী গুলিতে খতম হয় । বর্তমানে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে ।।