এইদিন ওয়েবডেস্ক,রাজৌরি,০৯ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের রাজৌরি(Rajouri) শহরের একাংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে । জেলা ম্যাজিস্ট্রেট বিকাশ কুন্ডলের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয় । তিনি পুলিশকে অক্ষরে অক্ষরে বিধিনিষেধ প্রয়োগ করতে বলেছেন । আইনশৃঙ্খলা রক্ষার জন্য শহরের কিছু অংশে যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছে । কোন জায়গায় ৫ জনের বেশি জমায়েতের উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে । শুক্রবার সকাল থেকেই পুলিশের গাড়িতে লাগানো স্পিকার ব্যবহার করে এলাকার বাসিন্দাদের সচেতন করা হয় । মাইকিং করে পুলিশ বলে,’আমরা জনগণকে জানাই যে রাজৌরি শহরে সিআরপিসি- এর ১৪৪ ধারার অধীনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে । বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ।’
স্থানীয় সুত্রে জানা গেছে,একটি জমি নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের পর বৃহস্পতিবার সকাল থেকে রাজৌরি শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । আজ শুক্রবারের নামাজের পরে বিক্ষোভের আশঙ্কা ছিল । তাই এই পরিস্থিতি রোধ করতে আগাম সতর্কতা হিসাবে শহরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে খবর ।।