দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ মার্চ : সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা । আর ঠিক তার আগের দিন ইতিহাস পরীক্ষা নিয়ে দুঃশ্চিন্তার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক মাধ্যমিক পরীক্ষার্থী । মৃত পড়ুয়ার নাম বিশাল চৌধুরী(১৬) । কাটোয়া থানার আউড়িয়া গ্রামে মামার বাড়িতে থাকতো বিশাল । সে আউড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল । রবিবার সকালে প্রাতরাশ সেরে সে নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় । মৃতের মামা রাহুলদেব দাঁ বলেন, ‘রাহুল ছোট থেকেই মেধাবী ছিল । টেষ্ট পরীক্ষায় ৬৮৫ নম্বর পেয়েছিল । টেষ্টে ইতিহাস বিষয়ে ৮৫ নম্বর পেয়েছিল । কিন্তু ভুলে যাওয়া স্বভাবের কারনে রাহুল আশঙ্কা করত হয়তো ইতিহাস পরীক্ষা তার মনের মত হবে না । এনিয়ে খুব টেনশন করত । আমরা বোঝাতাম । কিন্তু শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটিয়ে ফেলবে তা স্বপ্নেও কল্পনা করিনি ।’
জানা গেছে,চন্দ্রিকা চৌধুরী ও তন্ময় চৌধুরীর একমাত্র সন্তান বিশাল । চন্দ্রিকাদেবী অঙ্গনওয়াড়ি কর্মী । আউড়িয়া গ্রামে বাপের বাড়ি চন্দ্রিকাদেবীর । স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ছেলেকে বিয়ে তিনি বাপের বাড়িতে চলে আসেন । কাটোয়াতেই থাকেন তন্ময়বাবু । তবে স্ত্রী-পুত্রের সঙ্গে তাঁর কোনও সংস্পর্শ ছিল না বলে জানা গেছে ।
পরিবার সুত্রে জানা গেছে,করোনা আবহের কারনে দীর্ঘ দু’বছরের অধিক সময় ধরে গৃহবন্দি থাকার কারনে বিশালের স্বভাবের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় । আপাত মিশুকে বিশাল বন্ধুবান্ধবদের সঙ্গে বিশেষ মেলামেশা করত না । নিজের পড়াশোনা নিয়েই থাকতো । ছোটখাটো বিষয় নিয়ে অযথা টেনশন করত । বেশ কিছুদিন ধরে ইতিহাস পরীক্ষা ভালো হবে না বলে আশঙ্কা প্রকাশ করছিল । মাধ্যমিক পরীক্ষার দিন যত ঘনিয়ে আসতে থাকে ততই তার উদ্বেগ বাড়তে থাকে ।
জানা গেছে,এদিন সকালে ঘুম থেকে ওঠার পর চা বিস্কুট খেয়ে দোতলায় নিজের ঘরে পড়তে চলে যায় বিশাল । তখন একতলার গৃহস্থালীর কাজকর্ম করছিলেন চন্দ্রিকাদেবী । হঠাৎ দু’তলা থেকে একটা আওয়াজ পেয়ে তিনি উপরে ছুটে যান । দেখেন ছেলের ঘরের দরজা বন্ধ । তারপর তিনি জানালা দিয়ে লক্ষ্য করতেই সিলিং ফ্যানের সঙ্গে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ চন্দ্রিকাদেবীর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে বিশালকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম ।।