এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২১ জুলাই : নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনে যুক্ত থাকায় ইসলামি প্রচারকসহ ২ জনকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ডের কাউন্টার টেরোরিজম বিভাগ । ধৃত ইসলামি প্রচারকের নাম আনজেম চৌধুরী । সোমবার ভোর ৫ টা ৪০ মিনিটে পূর্ব লন্ডনের ইলফোর্ডে ৫৬ বছর বয়সী আনজেম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দারা । দ্বিতীয় ব্যক্তি একজন ২৮ বর্ষীয় কানাডিয়ান নাগরিক । সে কানাডা থেকে একটি ফ্লাইটে হিথ্রোতে অবতরণ করার সাথে সাথেই গ্রেফতার করা হয় । পশ্চিম লন্ডন পুলিশ স্টেশনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ।
আনজেম চৌধুরী একজন প্রশিক্ষিত আইনজীবী, বহু বছর ধরে যুক্তরাজ্যের সবচেয়ে বিশিষ্ট ইসলামী চরমপন্থী বলে পরিচিত ছিলেন । তিনি আল- মুহাজিরুন সহ বিভিন্ন গোষ্ঠীগুলির নেতৃত্ব দেন । ৯/১১ নিউইয়র্ক সন্ত্রাসী হামলা এবং ২০০৫ সালে লন্ডনে ৭/৭ আত্মঘাতী বোমা হামলার প্রেক্ষিতে প্রবর্তিত সন্ত্রাসী আইনের অধীনে আল-মুহাজিরুন সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল।
আল-মুহাজিরুন ৯/১১ সন্ত্রাসীদের “মহান শহীদ” হিসাবে বর্ণনা করেছিল । একটি বিবৃতিতে, মেট্রোপলিটন পুলিশ বলেছে,সন্দেহজনক সন্ত্রাসী অপরাধের তদন্তের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা ওই দুইজনকে গ্রেপ্তার করেছে । ধৃতদের বিরুদ্ধে সন্ত্রাস আইন ২০০০-এর ৪১ ধারায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় । পাশাপাশি পূর্ব লন্ডনের তিনটি ঠিকানায় পুলিশের অনুসন্ধান অভিযান চলে ।।