এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৭ জুলাই : কাঁধে ঝোলানো ‘ইনসাস রাইফেল’ । ডান হাত দিয়ে ধরা রাইফেলের অগ্রভাগ । বাম হাতটি রাইফেলের পিছনে ধরা । বাম হাতের তর্জনী রাইফেলের ট্রিগারের কাছে । দু’চোখের দৃষ্টি দুরের কোনও এক লক্ষ্যে ৷ কোনও সেনা জওয়ান নয়,এইভাবে পোজ দিয়ে ছবি তুলেছেন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রাথমিক বিভাগের খোদ প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল । আর এই ছবি প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে । প্রাথমিক শিক্ষকের এহেন ‘যুদ্ধং দেহি’ মূর্তি দেখে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল । ফলে এই ছবি তুলে এখন চরম বিপাকে পড়ে গেছেন ওই শিক্ষক । এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অচিন্ত্য চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগেই ছবিটি তাঁর নজরে পড়েছিল । বিভাগীয় তদন্তের পাশাপাশি পুলিশকে এনিয়ে তদন্ত করার জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন অচিন্ত্যবাবু ।
বর্ধমান শহরের নামজাদা স্কুলগুলির মধ্যে অন্যতম
বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল । আর ওই স্কুলেরই প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল । জানা গেছে, কয়েকদিন আগেই বন্দুক হাতে ছবিটি স্কুলের শিক্ষকদের গ্রুপে পোস্ট করেছিলেন বিশ্বজিৎবাবু । ছবিটি স্কুল চত্বরেই তোলা ৷ স্থানীয় ও স্কুল শিক্ষকদের একাংশের অনুমান, ভোটের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কোনও সেনা জওয়ানের কাছ থেকে তাঁর ইনসাস রাইফেলটি চেয়ে নিয়ে এভাবে পোজ দিয়ে তিনি ছবিটি তুলেছিলেন । একজন শিক্ষক হয়ে এভাবে অত্যাধুনিক রাইফেল নিয়ে ছবি তোলায় অনেকেই নিন্দায় সরব হয়েছেন । জেলা পুলিশেরও নজরে এসেছে বিষয়টি । বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন ।।