এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১৩ ফেব্রুয়ারী : শিক্ষকের লাগাতার অশালীন আচরণ সহ্য না করতে পেরে বাড়িতে এসে খুলে বলে একজন স্কুলছাত্রী । শেষে মেয়েকে সাথে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা । তার ভিত্তিতেই মিঠুন শেখ নামে একজন স্কুল শিক্ষককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ। ধৃত ব্যক্তি কেতুগ্রামের বালুটিয়া প্রাথমিক স্কুলের শিক্ষকতা করে ।
জানা গেছে,গত বুধবার দুপুরে মিঠুন শেখের বিরুদ্ধে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগটি দায়ের করেন ছাত্রীর মা । মহিলার অভিযোগ যে মিঠুন শেখ নামে ওই শিক্ষক স্কুলে তাঁর মেয়ের সঙ্গে প্রায়শই অশালীন আচরণ করে আসছিল। সেকথা কোথাও প্রকাশ করলে হুমকি দেখাত । কিন্তু তার মেয়ে মিঠুন শেখের এই প্রকার অশালীন আচরণ আর সহ্য করতে না পেরে বাড়িতে এসে ঘটনার কথা খুলে বলে ।
জানা গেছে,অভিযোগ দায়ের হতে বুধবার রাতেই মিঠুন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার তাকে কাটোয়া আদালতে তোলা হয়। যদিও সে দাবি করেছে,মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে।।