দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ আগস্ট : গ্রাম থেকে স্কুল,কলেজ,বাজারহাট চলাচলের একমাত্র রাস্তা হল ক্যানেলের বাঁধ । বাঁধের উপর মাটির রাস্তাটি পাকা করার জন্য পঞ্চায়েত থেকে প্রশাসনের কাছে বহু দরবার করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ । এদিকে দু’দিন ধরে চলা বর্ষার বৃষ্টিপাতের ফলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে গেছে । তাই অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বিল্বেশ্বর বাসস্ট্যান্ডে সড়কপথ অবরোধ করল স্কুলের বহু ছাত্রছাত্রী । তাদের সঙ্গে যোগ দেয় বেশ কিছু গ্রামবাসী ।
এদিকে অবরোধের জেরে কাটোয়া বোলপুর ও কাটোয়া বহরমপুর রাজ্যসড়ক পথে যান চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে যায় । খবর পেয়ে অবরোধস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে । কিন্তু নিজেদের দাবিতে অনড় স্কুল পড়ুয়ারা অবরোধ চালিয়ে যায় । তারা সড়কপথ দিয়ে যাতায়াতকারী অ্যাম্বুলেন্স ছাড়া বাকি যানবাহনগুলিকে আটকে দেয় । ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজটের । শেষে কেতুগ্রাম ২ বিডিও অমিত সাউ এসে ২৪ ঘন্টার মধ্যে রাস্তা মেরামতির কাজ শুরু করার আশ্বাস দিলে প্রায় ৩ ঘন্টা পর অবরোধ ওঠে ।
জানা গেছে,কেতুগ্রাম ২ ব্লকের চরখি গ্রাম থেকে বিল্বেশ্বর যাওয়ার জন্য একটি মাত্র কাঁচা রাস্তা রয়েছে । রাস্তাটি অজয়নদের পাশে এক্স জমিদারি বাঁধের ওপর দিয়ে গেছে । ওই রাস্তা দিয়ে বিল্বেশ্বর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত চরখি,বিল্বেশ্বর ছাড়াও পালিটা গ্রাম পঞ্চায়েতের রসুই, খেয়াইবান্দা, তেওড়া প্রভৃতি একাধিক গ্রামের বাসিন্দারা চলাচল করেন । এলাকায় রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, একটি বালিকা বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি স্বাস্থ্যকেন্দ্র এবং একটি ডাকঘর । এদিকে রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ । তার উপর ভারী বৃষ্টিপাতের ফলে চলাচলের অযোগ্য হয়ে গেছে । শুধুমাত্র বেহাল রাস্তার কারনে বহু পড়ুয়া স্কুল যেতে পাড়ছেনা বলে জানিয়েছেন গ্রামবাসীরা । তাই ক্ষিপ্ত হয়ে এদিন পড়ুয়ারা পথ অবরোধ শুরু করে । শেষ পর্যন্ত স্থানীয় বিডিওর কাছ থেকে রাস্তা সাড়াইয়ের প্রতিশ্রুতি আদায় করে তবে তারা অবরোধ তোলে ।।