এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া ও ভাতার(পূর্ব বর্ধমান),২২ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলায় দ্বিতীয় ও অন্তিম দফার ভোট পর্ব শেষ হল বৃহস্পতিবার । ভোট হল পূর্ব বর্ধমান জেলার ভাতার ও কাটোয়া মহকুমা এলাকার তিন আসন কাটোয়া,কেতুগ্রাম ও মঙ্গলকোটে । ভাতার ও কাটোয়া বিধানসভায় মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটপর্ব মিটলেও মঙ্গলকোটের কয়েকটি বুথে শাসকদলের বিরুদ্ধে বিজেপির এজেন্ট বসতে না দেওয়া, ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার পাশাপাশি ভোটে বাধা দেওয়ারও অভিযোগ তুলেছে বিজেপি । যদিও বিজেপির এই অভিযোগকে যথারীতি অস্বীকার করেছে শাসকদল ।
এদিন সকালে ভোটপর্ব শুরু হতেই মঙ্গলকোটের বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্ট বসতে না দেওয়া ও ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে । মঙ্গলকোটের বিজেপি প্রার্থী রানা প্রতাপ গোস্বামীর অভিযোগ মঙ্গলকোটের ন’পাড়া গ্রামের ৯৭ নম্বর বুথে তাঁদের দলের এজেন্ট বসতে দেয়নি তৃণমূলের লোকজন । সেই সুযোগে তারা নিজেদের ইচ্ছামত সেখানে ভোট করে নেয়। এছাড়া রসুনিয়া গ্রামের ১৭ ও ১৮ নম্বর বুথে এবং গতিষ্ঠা অঞ্চলের ৫৩,৫৪ ও ৫৮ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভোটদানের বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি প্রার্থী । যদিও তাঁর তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।
অন্যদিকে ভাতার ও কাটোয়া বিধানসভায় এদিনের ভোটপর্ব শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে । যদিও এই দুই জায়গা থেকে একাধিক ইভিএম খারাপ থাকার খবর পাওয়া গেছে । ভাতারের পালাড় গ্রামের ১১৯ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় ঘন্টা খানেক দেরিতে ভোটদান পর্ব শুরু হয় । অন্যদিকে কাটোয়া বিধানসভা এলাকার ২৫ টি বুথে ইভিএম মেশিন খারাপ থাকার কারনে কোথাও আধ ঘন্টা আবার কোথাও এক ঘন্টা দেরিতে ভোটদান শুরু হয় ।
জানা গেছে,এদিন সন্ধ্যা ৭.২৯ পর্যন্ত ভাতারে ভোট পড়েছে ৮৩.১২ শতাংশ,কাটোয়ায় ৮০.২৬ শতাংশ,কেতুগ্রামে ৮০.৭৯ শতাংশ ও মঙ্গলকোটে ভোট দানের হার ৮৩.৫৭ শতাংশ ।।