এইদিন ওয়েবডেস্ক,২৮ এপ্রিল : ৩৫ টি স্পেশালিস্ট ক্যাডার অফিসার(Specialist Cadre Officers) শূণ্য পদের জন্য অনলাইনে আবেদন চেয়েছে এসবিআই(SBI) । এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এর হোমপেজে ক্যারিয়ার বিভাগে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে । ২৭ এপ্রিল থেকে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে । আবেদন করার শেষ তারিখ ১৭ মে ২০২২ । নিম্নে শুণ্য পদের বিবরণ দেওয়া হল :
সিস্টেম অফিসার (টেস্ট ইঞ্জিনিয়ার)-২ টি, সিস্টেম অফিসার (ওয়েব ডেভেলপার): ০১টি, সিস্টেম অফিসার (পারফরমেন্স/সিনিয়র অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার) : ০১টি,সিস্টেম অফিসার (প্রজেক্ট ম্যানেজার) : ০২ টি, সিস্টেম অফিসার (প্রজেক্ট ম্যানেজার): ০১টি,এক্সিকিউটিভ টেস্ট ইঞ্জিনিয়ার ১০ টি, এক্সিকিউটিভ ইন্টার্যাকশন ডিজাইনার ৩ টি, এক্সিকিউটিভ ওয়েব ডেভেলপার ০১ টি, এক্সিকিউটিভ পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটর এর ৩ টি,
সিনিয়র এক্সিকিউটিভ (পারফরমেন্স/অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার) ০৪ টি, সিনিয়র এক্সিকিউটিভ (ইন্টার্যাকশন ডিজাইনার) ২টি, সিনিয়র এক্সিকিউটিভ (প্রকল্প ম্যানেজার) ৪ টি,এবং সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ প্রকল্প ম্যানেজারের ১ টি পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে ।
যোগ্যতা : সিস্টেম অফিসার (টেস্ট ইঞ্জিনিয়ার) গ্রেড: JMGS-In: মৌলিক যোগ্যতা (বাধ্যতামূলক): BE/ BTech in (কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং) অথবা MCA বা MTech/ MSc in ( কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি/ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে সমমানের যোগ্যতা আবশ্যক ।
আবেদন ফি : সাধারণ/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৭৫০ টাকা(অফেরতযোগ্য) । এসসি/এসটি/পিডবলুডি-এর জন্য কোনও আবেদন ফি লাগবে না ।
অনলাইন আবেদন করার পদ্ধতি : এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in সার্চ করুন । হোমপেজে ক্যারিয়ার বিভাগে ক্লিক করুন । আবেদনপত্র পূরণ করুন । প্রয়োজনীয় নথি আপলোড করুন । আবেদন ফি অনলাইনে পেমেন্ট করুন । আবেদন ফর্ম ডাউনলোড করুন ।।