এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ আগস্ট : পশ্চিমবঙ্গের ৫৪০ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত রেখে বাংলাদেশী মুভি রোহিঙ্গা মুসলিমদের দেদার অনুপ্রবেশ করিয়ে জনবিদ্যাশের ব্যাপক পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার । এই পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচানোর জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কাছে ‘কাতর’ আবেদন জানালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুক্রবার কলকাতার দমদমের জেল ময়দানে আয়োজিত জনসভায় উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী জিকে অনুরোধ করবো, এই রাজ্যের ভ্রষ্টাচারী, তুষ্টিকরণের সরকার ৫৪০ কিলোমিটার বাংলাদেশের বর্ডারে ভারত সরকারকে জমি না দিয়ে অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করে দিচ্ছে । আপনাকে এই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে ।’ তিনি বলেন,’আমরা বাঙালিরা, পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই, ভালো থাকতে চাই, এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই ।’
শুভেন্দু বলেন,’স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন নিয়ে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে বিশেষ সমীক্ষা হবে এবং অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে । আপনিই পারবেন । আপনি ৩৭০, ৩৫(এ) হাটিয়েছেন । আপনি তিন তালাক হাটিয়েছেন । আপনি ওয়াকফ আমেন্ডমেন্ড বিল এনেছেন । আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণ উপায়ে আমাদের রাম মন্দির দিয়েছেন । ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে । আপনিই পারবেন ।’এরপর শুভেন্দু অধিকারী স্লোগান তোলেন : “আমার পাড়া তৃণমূল তাড়া” । তার বক্তব্য শেষে হাসিমুখে হাততালি দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে ।।