দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ এপ্রিল : রাস্তায় ঘোরাফেরা করা ধর্মের ষাঁড়’দের হামলা থেকে বাঁচানোর জন্য পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় এক বৃদ্ধ । কাটোয়ার স্টেডিয়াম আবাসনপাড়ার বাসিন্দা সুব্রত চৌধুরী নামে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধের পিছন থেকে একটি ষাঁড় এসে সজোরে গুঁতিয়ে দিলে তিনি জখম হন । কাটোয়া মহকুমা হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করানো হয় । মঙ্গলবার তিনি শহরের রাস্তায় ঘোরাঘুরি করা মালিকবিহীন ষাঁড়দের উৎপাত ঠেকানোর জন্য পুরসভার চেয়ারম্যানের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন ।
সুব্রত চৌধুরী জানান,সোমবার কিছু কেনাকাটা সেরে রাত প্রায় পৌনে আটটা নাগাদ কাটোয়া স্টেশনরোডের একটি ওষুধের দোকানের ওষুধ কিনতে আসেন । সেই সময় খয়েরী রঙের একটি ষাঁড় হঠাৎ পিছন থেকে এসে তাকে সজোরে গুঁতো মারে । তিনি ছিটকে পড়েন । এরপর স্থানীয় লোকজনই তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় । সুব্রত চৌধুরী বলেন,’অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি । কাটোয়া শহরের রাস্তায় এমন অনেক ষাঁড় অবাধে ঘোরাঘুরি করে । পশুদের মতিগতি কখন কি থাকে বলা সম্ভব নয় । যেকোনো সময় প্রাণহানির ঘটনাও ঘটে যেতে পারে । তাই শহরের রাস্তায় ঘোরাঘুরি করা মালিক বিহীন ষাঁড়দের জন্য কোনো পরিকল্পনা গ্রহণের আবেদন জানিয়েছি পুরসভার চেয়ারম্যানের কাছে ।’
তবে কাটোয়া শহরের রাস্তায় পথচারীদের উপর ষাঁড়দের হামলার ঘটনা এই প্রথম নয় । মাসখানেক আগে কাটোয়ার মাধবীতলায় কেনাকাটা করতে গিয়ে ষাঁড়ের হামলায় গুরুতর জখম হন শিপ্রা চক্রবর্তী নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকা । ষাঁড়ের গুঁতোয় তার কোমরের হাড় ভেঙে যায় । তার আগের দিন ষাঁড়ের গুঁতোয় জখম হন কাটোয়া শহরে আরও এক প্রবীণ ব্যক্তি । কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা জানান,বিষয়টি নিয়ে তিনি প্রাণিসম্পদ বিকাশ বিভাগের সঙ্গে কথা বলবেন ।।